ভারী বৃষ্টি এখনই নয়! আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: গতকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। আজও সেই সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণের একাধিক জেলায় বর্ষণের (Rainfall Alert) পূর্বাভাস। সঙ্গে দোসর হতে পারে বজ্রপাতও। ওদিকে উত্তরে আজও ভারী বৃষ্টির সিলসিলা জারি থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)। সব মিলিয়ে আজ কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া? রইল সম্পূর্ণ আপডেট।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? (South Bengal Weather)

আগামী ১৭ জুলাই অর্থাৎ টানা সাত দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি (Rainfall) চলবে এমনই আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর।
শুক্রবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে অধিক বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি বজ্রপাত ও দমকা হাওয়ার দাপট থাকতে পারে। সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আজ ভিজতে পারে মহানগরীও। যদিও সামান্যই বৃষ্টির সম্ভাবনা।

আজ কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। হাল্কা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। দিনের বেলায় না হলেও বিকেল কিংবা সন্ধের দিকে বৃষ্টি হবে। সেই সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ তিলোত্তমার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

South Bengal weather

আরও পড়ুন: কলকাতা তো ফার্স্ট! রাজ্যের বৃহত্তম শহরের তালিকায় দ্বিতীয় কে জানেন ? নাম শুনলে অবাক হবেন আপনি

আজও উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার সবকটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বৃষ্টি চলবে। তবে আলিপুরদুয়ারের কোথাও কোথাও একটু বেশি বৃষ্টি হতে পারে। এই জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শনিবার বৃষ্টি কিছুটা কমতে পারে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর