বিজেপির বিজয় মিছিলে ইট বৃষ্টি, অভিযোগ শাসক দলের দিকে

নিজস্ব সংবাদদাতা,মৌরেশ্বর-বীরভূম : সারা রাজ্য জুরে জেলায় জেলায় বিজেপির কর্মীরা বিজয় মিছিল অনুষ্ঠান করছে। সেরকমই গতকাল বিকেলে ,বীরভূমের মৌড়েশ্বর বিধানসভার লোকপাড়া ডেকা অঞ্চলে বিজেপির বিজয় মিছিল অনুষ্ঠান পালন করে বিজেপি কর্মীরা । বিজয় মিছিল যখন ডেকা তৃণমূলের পার্টি অফিসের পাশে দিয়ে যায়, তখনই বিজেপি কর্মীদেরকে লক্ষ্য করে ইঁট ও বোমা ছোঁড়ে এমনটাই আভিযোগ তুলচ্ছে শাসক দলের বিরুদ্ধে।
e8d20 img 20190528 wa0008 1
ইঁটের আঘাতে বেশ কয়েকজন গুরুত্বর আহত হয়। এই ঘটনাটিকে কেন্দ্র করে তৃণমূলের আর বিজেপির সংঘর্ষ বাধে এই সংঘর্ষে বেশ কিছু জন আহত হয়। বিজেপির জেলা সম্পাদক অতনু চ্যাটার্জী জানান, “আমারা মৌরেশ্বর থানায় আগে থেকে জানিয়ে রেখেছিলাম, কিন্তু ঘটনা স্থলে পুলিশ থাকলেও নির্বাক দর্শক হয়ে থাকে, আমাদের কর্মীদের গাড়ি ও দোকান ভাঙচুর করে তৃণমূলের কর্মীরা। ৩জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ “।

সম্পর্কিত খবর