৩০ টাকা জমিয়েই লাখপতি! অবাক হলেন? দুর্দান্ত এক প্ল্যান নিয়ে হাজির LIC, উপকৃত হবেন আপনিও

বাংলাহান্ট ডেস্ক : সাধারণ মধ্যবিত্ত মানুষের সঞ্চয়ের অন্যতম সেরা একটি ঠিকানা হল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি। LIC’র এমন অনেক প্ল্যান রয়েছে যেখানে নামমাত্র প্রিমিয়ামে পাওয়া যায় বড় বেনিফিট। LIC’র অসংখ্য প্ল্যানের মধ্যে একটি হল আধার স্তম্ভ পলিসি। সুরক্ষা ও সঞ্চয়, দুই-ই পাওয়া যায় এলআইসির এই প্ল্যানে।

LIC (Life Insurance Corporation of India) দুর্দান্ত পলিসি

তবে শুরুতেই বলে রাখা ভালো এই প্ল্যানটি শুধুমাত্র পুরুষদের জন্য তৈরি করা হয়েছে। যারা এলআইসির (Life Insurance Corporation of India) আধার স্তম্ভ প্ল্যানে বিনিয়োগ করতে চান তাদের আধার কার্ড থাকা বাধ্যতামূলক। সব থেকে বড় কথা হল এই পলিসি শুরু হওয়ার দিন থেকেই পাওয়া যায় রিস্ক কভারেজ। পলিসির মেয়াদ শেষে মেলে সম্পূর্ণ টাকা।

আরোও পড়ুন : প্রতিমাসে ১১২৬ টাকা দিলে মিলবে ১৩ লাখের রিটার্ন! পোস্ট অফিস নিয়ে এল বছরের সেরা বিনিয়োগ প্রকল্প

দুর্ঘটনাজনিত কারণে পলিসি হোল্ডারের মৃত্যু হলে অর্থ তুলে দেওয়া হয় নমিনির হাতে। ২০ বছরের জন্য এই পলিসিতে বিনিয়োগ করলে মিলবে ৩.৯৭ লক্ষ টাকা। এই পলিসিতে বার্ষিক প্রিমিয়াম হিসেবে দিতে হবে ১০,৮২১ টাকা। যেটি হিসাব করলে মাসে দাঁড়ায় ৯০১ টাকা। অর্থাৎ প্রতিদিন মাত্র ৩০ টাকা করে সঞ্চয় করলে ২০ বছর পর মিলবে মোটা টাকা রিটার্ন।

আরোও পড়ুন : হোম লোন নিয়ে এবার নয়া আপডেট! নির্দেশিকা জারি RBI’র, ঋণগ্রহীতা হলে দেখুন বিস্তারিত

দৈনিক, মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক কিংবা বার্ষিক ভিত্তিতে দেওয়া যায় প্রিমিয়াম। এই পলিসিতে গ্যারান্টেড ৩ লক্ষ টাকা রিটার্ন পাওয়া যায়। তারসাথে যুক্ত হয় ৪.৫ শতাংশের বার্ষিক রিটার্ন। লয়্যালটি হিসেবে মেলে ৯৭,৫০০ টাকা। অর্থাৎ পলিসির শেষে পাওয়া যাবে মোট ৩,৯৭,৫০০ টাকা। এলআইসির (Life Insurance Corporation) আধার স্তম্ভ পলিসি ৮ থেকে ৫৫ বছর বয়সী পুরুষেরা কিনতে পারেন।

Shares of LIC rose just because the Prime Minister took its name

LIC’র (Life Insurance Corporation of India) পলিসির (Policy) শেষে পলিসি হোল্ডারের বয়স সর্বোচ্চ ৭০ বছর যাতে পার না হয়। এই পলিসির নূন্যতম মৌলিক পরিমাণ হল ৭৫ হাজার টাকা। ৩ লক্ষ টাকা সর্বোচ্চ পরিমাণ। এই পলিসির মেয়াদ ১০ থেকে ২০ বছর। রিস্ক বেনিফিট, ডেথ বেনিফিটসহ একাধিক সুবিধা পাওয়া যায় এই পলিসিতে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর