বাংলা হান্ট ডেস্কঃ ক্রিকেটের ময়দান থেকে রাজনীতির দুনিয়া। এবারের লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন ইউসুফ পাঠান (Yusuf Pathan)। তৃণমূলের তরফ থেকে প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর থেকেই বিস্তর চর্চা হয়েছিল। এখন ফের একবার তাঁকে নিয়ে শোরগোল পড়েছে।
ইউসুফকে (Yusuf Pathan) খুঁজতে যেতে হবে ইংল্যান্ড?
বহরমপুর (Berhampore) লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ক্রিকেটারের নাম ঘোষণার পর থেকেই ‘বহিরাগত ইস্যু’ নিয়ে সরব হয়েছিল বিরোধীরা। ভোটে জিতলেও তাঁকে এলাকায় কতটা দেখা যাবে তা নিয়ে সন্দিহান ছিলেন অনেকেই। এবার ভোট মিটতেই ফের মাথাচাড়া দিয়েছে বিতর্ক। অভিযোগ, যাদের জন্য জীবনের প্রথম নির্বাচনেই জয় পেয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার, তাঁদের সঙ্গেই নাকি দেখা করেননি তিনি!
এই মুহূর্তে ইংল্যান্ডে (England) রয়েছেন বহরমপুরের সাংসদ (Berhampore MP)। দিল্লিতে গিয়ে শপথবাক্য পাঠ করার পরেই বিদেশের উদ্দেশে রওনা দেন তিনি। এখন সেখানে ভাই ইরফানের সঙ্গে ক্রিকেট খেলছেন তিনি। ৩ জুলাই থেকে ১৩ জুলাই অবধি একের পর এক ম্যাচ রয়েছে ইউসুফের। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস নামের এই টুর্নামেন্টে পাঠান ব্রাদার্স ছাড়াও দেশবিদেশের আরও নানান জনপ্রিয় প্রাক্তন ক্রিকেটাররা খেলছেন। ভারত থেকেই যেমন যুবরাজ সিং, হরভজন সিংদের দেখা যাচ্ছে।
আরও পড়ুনঃ ‘৭ দিনের মধ্যে দিতে হবে…’! বকেয়া বেতন নিয়ে বিরাট নির্দেশ, হাইকোর্টের এক রায়ে তোলপাড়!
এদিকে ভোটে জেতার পর বহরমপুর না এসে ইউসুফের (Yusuf Pathan) সোজা ইংল্যান্ড যাওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের (Trinamool Congress) সভাপতি অপূর্ব সরকার এই প্রসঙ্গে বলেন, ‘সাংসদের বাড়ি এখানে নয়, এটা তাঁর সংসদীয় এলাকা। উনি জয়ী হওয়ার পরেই মাননীয়া মুখ্যমন্ত্রী বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে দেখা করতে বলেছেন। এখানে কাজ সামলানোর জন্য তাহেরদা রয়েছেন। উনি সাংসদের পাশাপাশি ক্রিকেটারও। খেলা শেষ হলে ফিরে আসবেন। ২২ তারিখ ফের লোকসভায় অংশগ্রহণ করবেন। ওনার সঙ্গে আমাদের নিয়মিত কথা হয়’।
নিজে খেলার পাশাপাশি বহরমপুরে একটি আন্তর্জাতিক মানের স্পোর্টস কমপ্লেক্সও তৈরি তুলতে চান ইউসুফ। এই বিষয়ে বেশ আশাবাদী তিনি। নিজ লোকসভা কেন্দ্রের তরুণ প্রজন্মকে খেলাধুলায় কেরিয়ার তৈরিতে উৎসাহ দিতে চান তৃণমূল সাংসদ। এই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও হয়েছে বলে জানিয়েছেন ইউসুফ।