রোজভ্যালি কাণ্ডে জামিন বড় কর্তার! এবার টাকা ফেরত পাবেন আমানতকারীরা?

বাংলাহান্ট ডেস্ক: রোজভ্যালি (Rose Valley) চিটফান্ড কেলেঙ্কারিতে সর্বস্ব খুইয়ে বহু আমানতকারী বসেছিলেন পথে। অল্প অল্প করে সঞ্চয়ের টাকা চোখের নিমিষে ডুবে গিয়েছিল। নিজেদের বহু স্বপ্ন নিয়ে জমানো অর্থ খুঁইয়েছেন সাধারণ মানুষ। বহু বছর থেকে এই নিয়ে মামলা চলছে। ২০১৫ সালে গ্রেফতার হয়েছিলেন রোজভ্যালি কর্তা গৌতম কুন্ডু (Gautam Kundu)। গত শুক্রবার তিনি জামিন পেলেন।

আমানতকারীরা ফেরত পাবেন টাকা? (Rose Valley)

চিটফান্ড কেলেঙ্কারি মামলার (Rose Valley Chit Fund Scam) জামিন গৌতম কুন্ডুর। তবে এখনও তাকে জেলেই দিন কাটাতে হবে। শুক্রবার এই সংক্রান্ত একটি মামলায় জামিন পেয়েছেন তিনি। ইডির মামলায় তার জামিন মঞ্জুর করেছে বিশেষ ইডি আদালত। বহুদিন থেকেই এই মামলার তদন্ত করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

এই নিয়ে রোজভ্যালির দ্বিতীয় মামলায় জামিন পেলেন গৌতম। এর আগে সিবিআইয়ের একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তিনি। গৌতমবাবুর আইনজীবী মারফত জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে মামলা চললেও ইডি এখনও চার্জ গঠন করতে পারে নি। তার এই যুক্তিকে মান্যতা দিয়েই জামিন মঞ্জুর করেছে বিশেষ ইডি আদালতের বিচারপতি।

rose valley

আরও পড়ুন: অপেক্ষা কয়েক ঘণ্টার! DA নিয়ে বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য, কতটা বেতন বাড়বে?

গৌতম কুণ্ডুর গ্রেফতারির পর থেকে রোজভ্যালি (Rose Valley) গোষ্ঠীর সমস্ত সম্পত্তির হিসাব নিকেশ শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিছুদিন আগে রোজভ্যালি গোষ্ঠীর বিপুল টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তথ্য অনুসারে রোজ ভ্যালির সমস্ত সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া যায় তা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে জমা রয়েছে। সেই অর্থের পরিমাণ প্রায় ৯০০ কোটি টাকা। সেই টাকা থেকে রোজভ্যালি চিটফাণ্ডে প্রতারিতদের আমানত ফেরানোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর