ঝড়ে লন্ড-ভন্ড তারাপীঠ

 

সৌগত মন্ডল, রামপুরহাট-বীরভূম

এদিন বিকেল মাত্র তিন মিনিটের ঝড়ে লন্ড-ভন্ড করে দিল গোটা গ্রাম । ঘটনাটি ঘটেছে বীরভূমের তারাপীঠ থানার অন্তর্গত বুধিগ্রাম পঞ্চায়েতের খামেডডা গ্রামে। ঠিক বিকেল ৫ টার সময় হঠাৎ ঝড় আসে, আর সেই ঝড়ে সারা গ্রামে প্রভাব পড়ে।

 

ঝড়ের প্রভাবে প্রায় ১০-১১টি বাড়ি ভেঙে যায় ও বাড়ির চাল উড়ে যায়।

49b53 img 20190528 wa0039 1

ঝড়ের দাপটে বাড়ির পাকা-পাঁচির পড়ে যায় এবং গ্রামের বৈদুতিক পোল পড়ে যায়। ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়ে বিপর্যস্ত গ্রামবাসী। সারা গ্রামবাসী এখন অন্ধকারচ্ছন্ন অবস্থায় রয়েছে।

সম্পর্কিত খবর