চোখে সরু ফ্রেমের চশমা, কাঁধে ব্যাগ! ছবির এই যুবক এখন বাংলার জনপ্রিয় গায়ক, কে বলুন তো?

বাংলা হান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়ার দৌলাতে হামেশাই ভাইরাল হয়ে থাকে সেলিব্রেটিদের ছোটবেলার কিংবা পুরনো দিনের নানান মুহূর্তের ছবি। সম্প্রতি তেমনই ভাইরাল হয়েছে বাংলার এক জনপ্রিয় গায়কের (Singer) একটি পুরনো ছবি। সেখানে দেখা যাচ্ছে এই গায়কের পরনে রয়েছে নীল শার্ট, ডেনিম, কাঁধে ব্যাগ আর চোখে সরু ফ্রেমের চশমা।  রোগা চেহারের এই যুবকের গান ছাড়া এখনকার দিনে অসম্পূর্ণ যে কোন বাংলা সিনেমা (Bengali Cinema)।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অনুপম রায় (Anupam Roy)-র পুরনো ছবি

একসময় ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও পরে গানের নেশাতেই চাকরি ছেড়ে যোগ দেন সংগীত জগতে। যদিও কুড়ি বছর আগে বন্ধুদের সাথে তোলা গায়কের এই ছবি দেখে তাঁর  আজকের চেহারার মধ্যে মিল খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। এদিন দু’দশকের পুরনো এই ছবি সোশ্যাল মিডিয়া শেয়ার করে গায়ক জানিয়েছেন এটি নাকি চাকরিতে তাঁর প্রথম দিনের ছবি।

আসলে এই ছবির গায়ক আর কেউ নন তিনি হলেন সকলের প্রিয় অনুপম রায় (Anupam Roy)। ২০ বছর আগে ডিজাইনিং ইঞ্জিনিয়ারিং হিসেবে প্রথম চাকরি জীবন শুরুর দিনেই এই ছবি তুলেছিলেন গায়ক। সেই সময় সবে কলেজ পাশ করে বেরিয়েছিলেন তিনি। এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অনুপম রায় (Anupam Roy) লিখেছেন, ‘কুড়ি বছর আগে আজকের দিনে ডিজাইনিং ইঞ্জিনিয়ার হিসেবে প্রথম চাকরি শুরু করি। কলেজ থেকে সবে পাশ করে বেরিয়েছি। মনে হচ্ছে যেন গতকালের ঘটনা।’

আরও পড়ুন: TRP তুলতে জব্বর টুইস্ট! এবার ফিরবে সূর্যর স্মৃতি, টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র আসন্ন ট্র্যাক

এরপর গায়ক তার বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে জানিয়েছেন তার বাঁদিকে যে বন্ধু রয়েছে তার নাম অনির্বাণ। তাঁরা নাকি যাদবপুরে পড়াশোনা করার সময় থেকেই একে অপরের বন্ধু। আর গায়কের ডান দিকে থাকা বন্ধু হলেন সুব্রত। প্রসঙ্গত অনুপম রায় (Anupam Roy) তাঁর কর্মজীবনের শুরুর দিকে ছিলেন বেঙ্গালুরুতে। তবে তাঁর মধ্যে গানের নেশা এতটাই ছিল যে তিনি অবশেষে চাকরি জীবনে এই ইতি টেনে ২০১১ সালে গানকেই নিজের পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন।

Anupam Roy

এরপর আর পিছনে ফিরে তাকানোর দরকার হয়নি। তাঁর ঝুলিতে এসেছে একের পর এক হিট গান। অনুপম রায়ের কথা আর গানে মিলেমিশে একাকার হয়ে যায় বাঙালির দৈনন্দিন জীবন। একেবারে আম বাঙালির জীবনের কাহিনী নিয়েই অধিকাংশ গান বাঁধেন তিনি। তবে শুধু অনুপম রায়ের গাওয়া সিনেমার গানই নয় তাঁর যে-কোনো লাইভ কনসার্ট কিংবা মিউজিক অ্যালবামও হয় সুপারহিট।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর