কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু, আজ কতটা ভিজবে তিলোত্তমা? আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বাড়ছে তাপমাত্রা, পাল্লা দিয়ে বাড়ছে আদ্রতাজনিত অস্বস্তি। তবে এরই মাঝে সুখবর। সকাল থেকেই শহর কলকাতায় মেঘলা আকাশ। মেঘের আনাগোনা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে দুপুর ১২টায় পর তিলোত্তমায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কোন কোন জেলা ভিজবে? ঝটপট দেখুন আপডেট।

আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোথায় কোথায় বৃষ্টি?

জুন পেরিয়ে জুলাই, তবে এখনও ভারী বৃষ্টির মুখ দেখলো না দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। যার জেরে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির বড় ঘাটতি রয়েছে। ওদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা রাজ্য থেকে সরে গিয়েছে। ফলস্বরূপ আজ থেকে আরও বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। বহাল থাকবে গরম।

আজ তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে জানা যাচ্ছে, যা প্রায় স্বাভাবিক। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি আজ দমকা বাতাস বইতে পারে কলকাতায়। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই ২৫ জুলাই পর্যন্ত বৃষ্টির। এই সময়ের মধ্যে বৃষ্টি বাড়ার সম্ভাবনা নেই।

ওদিকে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই সব জেলায়। তবে সামান্যই বৃষ্টি হবে। পাশাপাশি দোসর হতে পারে বজ্রবিদ্যুত।

South Bengal weather

আরও পড়ুন: জনস্বার্থ মামলার পরই রস্টার বদল? কেন হঠাৎ সরানো হল জাস্টিস সিনহাকে? চৰ্চা তুঙ্গে

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর