বিয়ে করছেন রচনার ছেলে? শাশুড়ি হতে চলেছেন ‘দিদি নম্বর ওয়ান’? তুমুল শোরগোল!

বাংলা হান্ট ডেস্কঃ দর্শকদের প্রিয় ‘দিদি নম্বর ওয়ান’ তিনি। সদ্য ভোটে জিতে সাংসদ হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। আপাতত শ্যুটিং আর হুগলি লোকসভা কেন্দ্রের উন্নয়ন নিয়েই ব্যস্ত তিনি। এর মাঝেই শিরোনামে উঠে এল অভিনেত্রীর ছেলের বিয়ের খবর!

কবে বিয়ে করছেন রচনার (Rachana Banerjee) ছেলে?

অভিনেত্রী, সঞ্চালিকা, সাংসদ হওয়ার পাশাপাশি রচনা বন্দ্যোপাধ্যায় একজন মা-ও। ছেলে প্রণীলকে নিয়ে সুখের সংসার তাঁর। মাঝেমধ্যেই মা-ছেলেকে বিশ্বের নানান প্রান্তে ঘুরতে দেখা যায়। এবার রচনার ছেলের বিয়ে কবে তা জানতে চাইলেন অভিনেত্রী-পরিচালক মানসী সিনহা (Manasi Sinha)।

জি বাংলার ‘দিদি নম্বর ওয়ানে’ মাঝেমধ্যেই নানান তারকাদের আমন্ত্রিত হতে দেখা যায়। এমনই একটি পর্বে খেলতে এসেছিলেন মানসী। সেই পর্বেই রচনাকে সটান জিজ্ঞেস করেন, ‘ছেলের কবে বিয়ে দিবি রে তুই?’ এই বয়সে ছেলের বিয়ের কথা শুনে খানিক চমকে ওঠেন রচনা (Rachana Banerjee)। সঞ্চালিকাকে কেন এই প্রশ্ন করেছেন সেটাও অবশ্য জানিয়েছিলেন মানসী।

আরও পড়ুনঃ ‘আমি অভিনয় পারি না’! ভিলেন হিসেবে কাঁপিয়েছেন বড়পর্দা, এই অভিনেতার দাবিতে শোরগোল টলিপাড়ায়!

অভিনেত্রী বলেন, ‘তোর ছেলের যদি বিয়ে হয়, তাহলে বুঝব তোর একটু বয়স হয়েছে। এমনিতে তো তোর বয়স বোঝাই যায় না’। একথা ঠিক, বিগত কয়েক দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রচনা। অমিতাভ বচ্চন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে দেব- একাধিক সুপারস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। তবুও অভিনেত্রীকে দেখে তাঁর বয়স বোঝার উপায় নেই! মেদহীন চেহারা, রূপের জেল্লায় এখনও টেক্কা দিতে পারেন অষ্টাদশীদের। সেই নিয়েই মশকরা করেছিলেন মানসী।

Rachana Banerjee son Pronil Basu

উল্লেখ্য, কাজের পাশাপাশি ছেলেকে নিয়ে ব্যস্ত থাকেন ‘দিদি নম্বর ওয়ান’। শোনা যায়, মেক আপ রুমে নাকি বোরখা রেখে দেন তিনি। ছেলের কাছে সময়ে পৌঁছতে অনেক সময় বোরখা পরেই বেরিয়ে পড়েন রচনা। মেট্রোয় চেপে পৌঁছে যান বাড়ি। কাজ এবং মা হওয়ার দায়িত্ব, বছরের পর বছর ধরে দুই-ই সমান দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন অভিনেত্রী।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর