অনন্ত-রাধিকার বিয়ে উপলক্ষ্যে ৩ মাসের বিনামূল্যে Jio রিচার্জ দিচ্ছেন আম্বানি? হইচই দেশজুড়ে

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি দেশজুড়ে যে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তা হল ভারত তথা এশিয়ার সর্বশ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানির (Mueksh Ambani) ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে। যিনি বিবাহ করেছেন রাধিকা মার্চেন্টকে (Anant-Radhika Wedding)। এদিকে, এই জমকালো বৈবাহিক অনুষ্ঠানে অংশ নিতে উপস্থিত হয়েছিলেন দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রের বরেণ্য ব্যক্তিরা। যদিও, এবার এই ঘটনাটির পরিপ্রেক্ষিতেই ছড়িয়ে পড়লো ভুয়ো বার্তা। মূলত, সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি ভুয়ো বার্তা চারিদিকে ছড়িয়ে পড়ছে।

মুকেশ আম্বানি (Mukesh Ambani) কি দিচ্ছেন ফ্রি রিচার্জ:

যেখানে দাবি করা হচ্ছে যে, Reliance Jio তার ব্যবহারকারীদের অনন্ত আম্বানির বিয়ে উপলক্ষ্যে ৩ মাসের ফ্রি রিচার্জ প্রদান করছে। হোয়াটসঅ্যাপে ভাইরাল হওয়া ওই বার্তা হিন্দিতে লেখা ছিল। যেখানে বলা হয়েছে, ব্যবহারকারীদের বিনামূল্যে রিচার্জ পাওয়ার জন্য একটি লিঙ্কে ক্লিক করতে হবে। যেটি সম্পূর্ণ ভুয়ো বিষয়। ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, Jio কোনও ব্যবহারকারীকে ফ্রি রিচার্জ দিচ্ছে না এবং ব্যবহারকারীরা যাতে এই ধরণের ভুয়ো বার্তা বিশ্বাস না করেন তাঁর পরামর্শ দেওয়া হয়েছে।

Is Mukesh Ambani giving 3 months free Jio recharge.

এই বার্তা পৌঁছে যাচ্ছে মানুষের কাছে: ভুয়ো বার্তায় লেখা হয়েছে যে, “১২ জুলাই অনন্ত আম্বানির বিয়ে উপলক্ষ্যে মুকেশ আম্বানি ভারতের সমস্ত মানুষকে ৩ মাসের বিনামূল্যে ৭৯৯ টাকার রিচার্জ দিচ্ছেন। তাই এখন নিচে দেওয়া নীল লিঙ্কে ক্লিক করে আপনার নম্বর রিচার্জ করুন।” যেখানে মহাক্যাশব্যাক নামে একটি অজানা সাইটের লিঙ্ক রয়েছে।

আরও পড়ুন: পড়শি দেশে শুরু দুর্দশা! আর্থিক সঙ্কটের মাঝেই বিরাট ধাক্কা চিনে, দিশেহারা “অসহায়” জিনপিং

লিঙ্কে ক্লিক করবেন না: সবসময় ব্যবহারকারীদের শুধুমাত্র MyJio অ্যাপ বা Google Pay-এর মতো বিশ্বস্ত অনলাইন পেমেন্ট অ্যাপের মতো অফিসিয়াল সোর্সের মাধ্যমে তাদের নম্বর রিচার্জ করার পরামর্শ দেওয়া হয়। এমনিতেই ভুয়ো বার্তাটিতে বেশ কিছু সন্দেহজনক বিষয় রয়েছে। যেমন “নীল লিঙ্কে ক্লিক করুন” এবং রিচার্জের জন্য একটি অজানা সাইটের লিঙ্ক অন্তর্ভুক্ত করা। তাছাড়া, Relaince Jio যদি সত্যিই ৩ মাসের ফ্রি রিচার্জ প্ল্যান অফার করত, তাহলে সব জায়গায় বিষয়টি আলোচনায় থাকত। কিন্তু আদৌ তা হচ্ছে না।

আরও পড়ুন: কলকাতায় আর হবে না শুটআউট! গ্যাংস্টারদের “ঠান্ডা” করতে বিরাট পদক্ষেপ লালবাজারের

স্ক্যাম মেসেজ কিভাবে ধরবেন: প্রসঙ্গত উল্লেখ্য যে, হোয়াটসঅ্যাপে ভুয়ো বার্তা শনাক্ত করলে সম্ভাব্য জালিয়াতি এড়াতে সাহায্য করতে পারে। প্রথমত, অজানা নম্বর থেকে আসা বার্তাগুলিতে মনোযোগ দিন। বিশেষত যদি সেগুলিতে সন্দেহজনক লিঙ্ক থাকে তাহলে সতর্ক হন। স্ক্যামাররা প্রায়ই নামকরা সংস্থার ছদ্মবেশ নিয়ে এই কাজ করে। তাই সর্বদা বার্তা প্রেরককে যাচাই করুন। দ্বিতীয়ত, যে সমস্ত বার্তাগুলিতে এটা বলা হয় থাকে যে, আপনি পুরস্কার জিতেছেন যেটি অবিলম্বে না গ্রহণ করলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এইরকম বার্তা এড়িয়ে চলুন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর