আবহাওয়ার বড় বদল! আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টি? আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: ফের দক্ষিণবঙ্গে (South Bengal Weather) হাজির অসহ্যকর গরম। দিন দিন হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা। ওদিকে বৃষ্টির দেখা নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে আরও বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। সাধারণ মানুষের দোসর হবে ভ্যাপসা গরম, আর আদ্রতাজনিত অস্বস্তি। ধীরে ধীরে বৃষ্টি আরও কমতে থাকবে দক্ষিণের জেলাগুলিতে।

কমবে বৃষ্টি, বাড়বে জ্বালা (South Bengal Weather)

আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে আপাতত হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে ২১ জুলাই পর্যন্ত। দু এক পশলা ভিজবে কলকাতাও (Kolkata)। একেই বৃষ্টির প্রচুর ঘাটতি রয়েছে দক্ষিণের জেলাগুলিতে, এরই মাঝে আরও খারাপ খবর। আপাতত শুক্রবার অবধি দক্ষিণবঙ্গের কোথাও বজ্র বিদ্যুৎ কিম্বা ভারী বর্ষণের সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতেই অল্প বিস্তর বৃষ্টি চলবে। কোথাও কোথাও ঝোড়ো হওয়ার দাপট থাকতে পারে। আপাতত ভারী বৃষ্টির দেখা মিলবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হলেও হতে পারে। ওদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা রাজ্য থেকে সরে গিয়েছে।

তবে আবহাওয়া দপ্তর (Weather Update) সূত্রে খবর, দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে পাশাপাশি চলতি সপ্তাহের শেষেও পশ্চিম মধ্য ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে বাড়তে পারে তাপমাত্রা।

আজ হালকা ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। যদিও দক্ষিণবঙ্গে (South Bengal Weather) সামান্যই বৃষ্টির সম্ভাবনা।

south bengal weather

আরও পড়ুন: আজকের রাশিফল ১৬ জুলাই, কর্মক্ষেত্রে উন্নতি এই চার রাশির

টানা বর্ষণের পর কিছুটা শান্ত উত্তরবঙ্গ। তবে চলতি সপ্তাহে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে জারি বৃষ্টি না হলেও বজ্রপাত ও ঝড়ের পূর্বাভাস জারি হয়েছে। হালকা কোথাও মাঝারি বৃষ্টি চলবে সপ্তাহভর।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর