বাংলাহান্ট ডেস্ক : বাঙালির সাথে চায়ের (Tea) সম্পর্ক বহু যুগের। বাঙালির আনন্দে চা, বিরহে চা, প্রেমিকার হাত ধরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে হঠাৎ হাতে তুলে নেওয়া এক ভাঁড় চা, আবার কর্ম ব্যস্তময় দিনের ফাঁকে নিজেকে একটু রিফ্রেশ করে নিতে এক কাপ চা। চা (Tea) মানেই বাঙালির ইমোশন। শুধু বাঙালি কেন, গোটা ভারতীয় উপমহাদেশে চা নিয়ে চর্চার শেষ নেই।
চায়ের (Tea) মধ্যে মেশানো হচ্ছে এনার্জি ড্রিংক
স্থান বিশেষে চায়ের বাহারও চোখে পড়ার মতো। অনেকেই আবার বিভিন্ন স্বাদের, বিভিন্ন ধরনের চা তৈরি করে থাকেন। লেবু চা, গ্রিন টি, আইস চা, মশলা চা, মালাই চা, ব্ল্যাক টি, চায়ের বাহারের তালিকা এখানেই শেষ হওয়ার নয়। তবে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল (Viral) হয়েছে স্টিং টি, যা নিয়ে নেটিজেনদের মধ্যে উন্মাদনা চোখে পড়ার মতো।
আরোও পড়ুন : কুয়ো সবসময়ই গোল! কিন্তু কেন? নেপথ্যের বৈজ্ঞানিক কারণ অবাক করবে আপনাকেও
স্টিং (STING) এক ধরনের এনার্জি ড্রিংক। লাল রঙের এই সফট পানীয়র বিজ্ঞাপন আমরা মাঝেমধ্যেই দেখি টিভিতে। বিজ্ঞাপনে দেখা যায় এই স্টিং এনার্জি ড্রিংক (Energy Drink) পান করলে পাওয়া যায় বিপুল পরিমাণ শক্তি। তব স্টিং এনার্জি ড্রিংক দিয়ে এবার চা তৈরি করে ভাইরাল হলেন এই চা বিক্রেতা। এই চাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে।
আরোও পড়ুন : ১২ দিন ক্লোজড ব্যাঙ্ক! ১৭ তারিখ খুলবে না স্কুল-কলেজ-অফিসের দরজা, আগেভাগেই দেখুন লিস্ট
যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে এক রাস্তার ধারের চা বিক্রেতা একটি বড় ডেচকিতে দুধের সাথে চায়ের পাতা মিশিয়ে চা প্রস্তুত করছেন। তারপর তিনি তাতে মিশিয়ে দিচ্ছেন লাল রঙের স্টিং (STING) এনার্জি ড্রিংক। তারপর সেটিকে আরো ভালো করে নাড়ছেন। চা তৈরি হয়ে গেলে তিনি কাপে চা ঢেলে তারসাথে আবার একটু করে স্টিং এনার্জি ড্রিংক মিশিয়ে দিচ্ছেন। তারপর তিনি সেই চা পরিবেশন করছেন গ্রাহকদের।
এই ভিডিও (Viral Video) দেখার পর বহু মানুষ নিজেদের বক্তব্য রেখেছেন। একজন ব্যবহারকারী বলেছেন, “চা, আমরা লজ্জিত, তোমার খুনি এখনো বেঁচে আছে।” মজা করে একজন আবার বলেছেন, “ভাই সরাসরি বিষ দিলে ভালো হয়।” আরো একজন বলেন যে ঈশ্বর চাই এর আত্মাকে শান্তি দিন। একজন আবার মন্তব্য করেছেন, এই চা লিভারের ক্ষতি করবে।