মন্দিরের জন্য জায়গা দিলেন মুসলিমরা

বাংলা হান্ট ডেস্ক: এর আগে নানা ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির বহু নজির দেখা গিয়েছে। ধর্ম ভুলে সারা দেশের মধ্যে সম্প্রীতি ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। এরকম আরেকটি নজির হতে চলেছে মধ্যপ্রাচ্যের আরব মুলুকের এক মুসলিম নাগরিকের জন্য।
359ed shri swaminarayan mandir m i g colony indore temples 3vb2o9u

সংযুক্ত আরবে এবার স্থাপিত হতে চলেছে স্বামিনারায়ান মন্দির। সংযুক্ত আরবে মন্দির স্থাপন করতে যাচ্ছে শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামী নারায়ন সংস্থা।এই অসাধ্য সাধন হতে চলেছে আরবের এক নাগরিকের জন্য। এ মন্দির তৈরি হবে এক মুসলিমের দান করা জমি তেই।

সম্পর্কিত খবর