বাংলাহান্ট ডেস্ক : আপনি কি স্টেট ব্যাংক (State Bank of India) থেকে ঋণ নিতে চলেছেন? তাহলে আপনার জন্য রয়েছে দুঃসংবাদ। এবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ঋণ (Loan) নেওয়া আরো মহার্ঘ্য হয়ে উঠল। মার্জিনাল কস্ট অব লেন্ডিং রেট (এমসিএলআর) ৫ বেসিস পয়েন্ট থেকে বৃদ্ধি করে ১০ বেসিস পয়েন্ট করা হয়েছে।
লোন নিয়ে বড় খবর দিল SBI (State Bank of India)
স্টেট ব্যাঙ্কে (State Bank of India) নতুন সুদের হার কার্যকর হয়েছে সোমবার থেকে। স্টেট ব্যাংকের এই পদক্ষেপের ফলে সরাসরি প্রভাবিত হবেন গ্রাহকরা। স্টেট ব্যাংক থেকে যারা ঋণ নেবেন তাদের মাসে আরো বেশি টাকা কিস্তি (EMI) গুনতে হবে। এছাড়াও বাণিজ্যিক ঋণের উপরেও পড়তে পারে এর প্রভাব।
আরোও পড়ুন : ভুলে যাবেন চাকরির চিন্তা! এই ব্যবসা শুরু করলেই রাতারাতি হবেন মালামাল
কোনও ব্যাঙ্কের দেওয়া ঋণের উপর সর্বনিম্ন সুদের হারকে বলা হয় এমসিএলআর (Marginal Cost of Lending Rate)। এই হারের থেকে কমে কোনও ব্যাংক সুদ অফার করতে পারেনা। গাড়ি ঋণ কিংবা ব্যক্তিগত ঋণের ইএমআই সরাসরি সংযুক্ত এমসিএলআর বা মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেটের সাথে।
আরোও পড়ুন : রূপে লক্ষ্মী গুণে সরস্বতী! মিমির গলায় ‘বোঝে না বোঝে না’ শুনে ধন্য ধন্য করছে নেটপাড়া
বাজার বিশেষজ্ঞরা বলছেন, এমসিএলআর বৃদ্ধির ফলে আগামী দিনে ইএমআই বাড়তে চলেছে একাধিক ঋণে। তবে অনেক অর্থনৈতিক বিশেষজ্ঞের মত এর প্রভাব নাও পড়তে পারে গৃহ ঋণের ক্ষেত্রে। কারণ হিসাবে বলা হচ্ছে, রেপো রেট হ্রাস-বৃদ্ধির উপর অনেকাংশে নির্ভরশীল গৃহ ঋণে সুদের হার।
সেই রেপো রেট অনেকদিন ধরে অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India)। এমসিএলআর ৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি পেলেও অপরিবর্তিত রয়েছে রেপো রেট। রিজার্ভ ব্যাংক রেপো রেট হ্রাস বা বৃদ্ধির ব্যাপারটি নিয়ন্ত্রণ করে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট ৬.৫ শতাংশে স্থির রেখে দিয়েছে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে।