“বিজেপির জন্য আজ সুখবর অপেক্ষা করছে” ঃ অনুপম হাজরা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃলোকসভার ফলাফলের পরপরই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা।

আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেন এবং তার ছোট মেয়ে রিয়া সেনের সঙ্গে একটি ছবি পোস্ট করে অনুপম হাজরা এবং ক্যাপশনে লেখেন, ” অনেক দিন পরে আমাদের টিপিক্যাল আড্ডা সঙ্গে মুনমুন দি এবং রিয়া। বিজেপির জন্য সুখবর অপেক্ষা করছে।

বলাবাহুল্য তার এই বক্তব্যের পরই জল ঘোলা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

তবে কি বিজেপিতে যোগদান করতে চলেছে মুনমুন সেন! রাজনৈতিক জল্পনা উসকে দিয়েই নিজের পোস্টটি ডিলিট করে দেন অনুপম হাজরা।

X