বাংলাহান্ট ডেস্ক : বর্তমান যুগ অর্থের যুগ। অর্থ থাকলে নিজের হাতের মুঠোয় রাখা যায় গোটা দুনিয়াকে। আজ আমরা এই প্রতিবেদনে আলোচনা করব বিশ্বের ১০ জন ব্যক্তি সম্পর্কে যাদের কাছে রয়েছে সব থেকে বেশি সম্পদ। এই মুহূর্তে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি (Richest Man) হলেন ইলন মাস্ক। তার কাছে থাকা মোট সম্পদের পরিমাণ ২৫২.৪ বিলিয়ন ডলার। টেসলা সংস্থার সিইও এলন মাস্ক বৈদ্যুতিক গাড়ির জগতে গুরুত্বপূর্ণ ছাপ রেখেছেন।
এছাড়াও স্পেসএক্স, মহাকাশ অনুসন্ধানে তার অবদান অনস্বীকার্য। এছাড়াও ২০২২ সালে ৪৪ বিলয়ন ডলার সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটার অধিগ্রহণ করে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। আমেরিকান উদ্যোক্তা এবং বিনিয়োগকারী, বিশ্বব্যাপী বৃহত্তম ই-কমার্স এবং ক্লাউড কম্পিউটিং কোম্পানি Amazon-এর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী চেয়ারম্যান জেফরি প্রেস্টন বেজোস হলেন বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি।
আরোও পড়ুন : Optical Illusion: শামুকের মাঝেই রয়েছে গোলাপ! ৫ সেকেন্ডে খুঁজে পাচ্ছেন কীনা দেখুন তো
২০২৪ সাল পর্যন্ত তার সম্পদের পরিমাণ ছিল ২১৫ বিলিয়ন ডলার। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স এবং ফোর্বস-এর তালিকায় ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত জেফরি প্রেস্টন ছিলেন বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি। ধনীদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ফরাসি ব্যবসায়ী এবং শিল্প সংগ্রাহক, বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় বিলাস দ্রব্যের শীর্ষ কোম্পানি LVMH-এর প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান এবং সিইও বার্নার্ড জিন ইতিয়েন আর্নাল্ট।
আরোও পড়ুন : আরেব্বাস! চমকে দেবে সুদের হার! পোস্ট অফিসের এই ৫ প্রকল্পে বিনিয়োগ করলে কেল্লাফতে
তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১৯১ বিলিয়ন ডলার।Facebook এবং এর মূল কোম্পানি Meta Platforms (পূর্বে Facebook, Inc.) এর সহ-প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি। মেটা প্রতিষ্ঠাতার মোট সম্পদের পরিমাণ ১৮৫.৪ বিলিয়ন। জুকারবার্গ ২০০৪ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শুরু করেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুক। বর্তমানে ফেসবুক আজ পৌঁছে গেছে প্রতিটি মানুষের কাছে। সম্পদের নিরিখে বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি হলেন লরেন্স জোসেফ এলিসন।
ওরাকল কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠা ১৯৭৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত ওরাকলের সিইও হিসাবে নিযুক্ত ছিলেন। বর্তমানে তিনি এই সংস্থার প্রধান প্রযুক্তি কর্মকর্তা এবং নির্বাহী চেয়ারম্যান হিসাবে কাজ করছেন। লরেন্স জোসেফ এলিসনের মোট সম্পদের পরিমাণ ১৭৯.৬ বিলিয়ন ডলার।এছাড়াও সেরা দশের তালিকায় ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছেন যথাক্রমে ল্যারি পেজ, সের্গেই ব্রিন, বিল গেটস, স্টিভ বলমার, ওয়ারেন বুফে। তবে টপ টেনে নাম নেই মুকেশ আম্বানির (Mukesh Ambani)।