বাংলা হান্ট ডেস্ক: বিদ্যুতের বিল (Electricity Bill) হল এমনই একটি বিষয় যেটির প্রতিটি আপডেটের ওপর চোখ থাকে সকলের। পাশাপাশি, বিদ্যুতের বিলের প্রসঙ্গে প্রায়শই সরকারের তরফেও বিভিন্ন বড় পদক্ষেপ গ্রহণ করা হয়। সেই রেশ বজায় রেখেই এবার একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে।
বিদ্যুতের বিল (Electricity Bill) নিয়ে বড় সিদ্ধান্ত:
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতের একটি রাজ্যে এবার প্রতি মাসেই আসবে বিদ্যুতের বিল। যার ফলে সব ধরণের গ্রাহককেই মাসিক ভিত্তিতে বিদ্যুতের বিল (Electricity Bill) প্রদান করতে হবে। যদিও, মাসিক বিলের বাইরে রাখা হয়েছে কৃষি গ্রাহকদের। মূলত, রাজস্থান সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমতাবস্থায়, রাজস্থান ডিসকম-এর এই সিদ্ধান্তকে প্রশাসনও অনুমোদন করেছে। রাজস্থানের উপ-প্রশাসন সচিব আর. কে. শর্মা রাজস্থান ডিসকমসের চেয়ারম্যানকে লেখা একটি চিঠিতে জানিয়েছেন যে, মাসিক ভিত্তিতে কৃষি গ্রাহক ব্যতীত সমস্ত গ্রাহকদের বিদ্যুৎ বিল (Electricity Bill) জারি করার জন্য রাজ্য সরকারের প্রশাসনিক অনুমোদন জারি করা হয়েছে।
আরও পড়ুন: মুড সুইং! অনন্ত আম্বানির বিয়েতে করেছিলেন নাচ, আচমকাই ODI খেলবেন না জানালেন হার্দিক
এই প্রসঙ্গে রাখি যে ওই রাজ্যে ১০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হচ্ছে ঘরোয়া গ্রাহকদের এবং ২০০ ইউনিট প্রদান করা হচ্ছে কৃষকদের। উল্লেখ্য যে, বিনামূল্যে বিদ্যুৎ, বিদ্যুৎ চুরি বা অন্যান্য ঘটনার কারণে রাজস্থান সরকারের বিদ্যুতের (Electricity Bill) ঘাটতি ক্রমাগত বাড়ছে। রাজস্থানের তিনটি বিদ্যুৎ কোম্পানি, যোধপুর, জয়পুর এবং আজমির ডিসকম বিপুল লোকসানের কবলে পড়েছে।
আরও পড়ুন: শুনানি ছাড়া কাউকেই “ডিফল্টার” ঘোষণা করতে পারবেনা ব্যাঙ্ক! এবার বড়সড় নির্দেশ দিল RBI
শুধু তাই নয়, সামগ্রিক অবস্থা এতটাই বেগতিক হয়ে গিয়েছে যে, বিদ্যুতের ক্ষতি প্রায় দেড় লক্ষ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। এমন পরিস্থিতিতে অনুমান করা হচ্ছে যে বিদ্যুৎ বিল (Electricity Bill) মাসিকভাবে প্রদানের ক্ষেত্রে লোকসান কিছুটা হলেও কমিয়ে আনতে পারবে সরকার।