সুখবর! এবার মাধ্যমিক উত্তীর্ণ হলেই হাতে আসবে কর্পোরেশনের চাকরি, নিয়োগ হবে HHW পদে

বাংলাহান্ট ডেস্ক : চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। নূন্যতম মাধ্যমিক উত্তীর্ণ হলেই চাকরির সুযোগ। HHW (Honorary Health Worker) পদে নিয়োগ করতে চলেছে জলপাইগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন। যারা এই পদে আবেদনে ইচ্ছুক তাদের অফলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। HHW পদে কতজনকে নিয়োগ করা হবে, আবেদনের ক্ষেত্রে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, আবেদন করবেন কীভাবে, আবেদনের শেষ তারিখ কবে, এসব কিছুই জেনে নেব এই প্রতিবেদনে।

মাধ্যমিক উত্তীর্ণ হলেই কর্পোরেশনে নিয়োগ (Recruitment)

বিজ্ঞপ্তি নম্বর: 178/Estt./SMC

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 02/07/2024

পদের নাম: শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন HHW (Honorary Health Worker) পদে এই নিয়োগ করবে।

আরোও পড়ুন : বিয়েতে লাগামছাড়া খরচই কাল হল মুকেশের! নাম নেই বিশ্বের সেরা দশে, দেখুন কে কে আছেন লিস্টে

মোট শূন্য পদের সংখ্যা: HHW (Honorary Health Worker) পদে ৩৫ জনকে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: HHW (Honorary Health Worker) পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা: ০১/০১/২০২৪ তারিখ অনুযায়ী ৩০ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদনের যোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ২২ থেকে ৪০ বছর।

আরোও পড়ুন : Optical Illusion: শামুকের মাঝেই রয়েছে গোলাপ! ৫ সেকেন্ডে খুঁজে পাচ্ছেন কীনা দেখুন তো

মাসিক বেতন: প্রতি মাসে ৪৫০০ টাকা বেতন দেওয়া হবে HHW পদে।

নিয়োগ পদ্ধতি: মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে HHW পদে। মেরিট লিস্ট অনুযায়ী ডাকা হবে ইন্টারভিউ এর জন্য।

A great paying job is available only after graduation

আবেদন পদ্ধতি: ইচ্ছুক প্রার্থীদের অফলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। নির্দিষ্ট লিংক থেকে ডাউনলোড করে নিতে হবে আবেদন পত্র। সেই আবেদন পত্র সঠিকভাবে পূরণ করে নথি সহ পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়।

আবেদন পত্র পাঠানো ঠিকানা: To The Commissioner, Siliguri Municipal Corporation, Baghajatin Road, Siliguri – 734001

আবেদন জানানোর শেষ তারিখ: 26/07/2024

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর