বঙ্গে গেরুয়া শিবিরে শেষ সুকান্ত জমানা? রাজ্য সভাপতি হবেন কে? শুভেন্দু ছাড়াও রয়েছে এই তিন নাম

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের লোকসভা ভোটে বঙ্গে প্রত্যাশা মতো ফলাফল করতে পারেনি বিজেপি (Bharatiya Janata Party)। যদিও, মোদী মন্ত্রিসভায় স্থান পেয়েছেন সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। এদিকে, সুকান্ত মজুমদার প্রতিমন্ত্রী হওয়ার পরেই শুরু হয়েছিল নয়া জল্পনা। কারণ, তিনি রাজ্য বিজেপির সভাপতি দায়িত্বে আসীন ছিলেন। এদিকে, বিজেপির (Bharatiya Janata Party) “এক ব্যক্তি, এক পদ” নীতি বজায় রাখতে হলে বাংলায় রাজ্য সভাপতি বদল কার্যত নিশ্চিত।

বঙ্গে কে হবেন বিজেপির (Bharatiya Janata Party) রাজ্য সভাপতি:

এমতাবস্থায়, অনুমান করা হচ্ছে যে তিন বছরের ব্যবধানেই রাজ্যের বিজেপির (Bharatiya Janata Party) সভাপতি পদে ফের হতে পারে রদবদল। কারণ, বিজেপির নীতি অনুযায়ী বালুরঘাটের সাংসদ সুকান্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ার জন্য তাঁকে রাজ্যসভার পদ ছাড়তে হতে পারে। এমতাবস্থায়, বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। শুধু তাই নয়, সামনে আসছে একাধিক নামও। যেখানে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী থেকে শুরু করে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নামও উঠে আসছে। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী পূর্ব মেদিনীপুরের ২ টি আসনেই জয় লাভ করেছে বিজেপি।

Who will be the state president of Bharatiya Janata Party this time.

এমন পরিস্থিতিতে, অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডাদের মতো বিজেপির শীর্ষ নেতৃত্বরা রাজ্য সভাপতি পদের জন্য শুভেন্দুকে বেছে নিতে পারেন বলে মনে করছেন দলের একাংশ। অন্যদিকে, আমরা যদি দিলীপ ঘোষের পরিসংখ্যানের দিকে তাকাই সেক্ষেত্রে তিনি চলতি বছরের লোকসভা ভোটে হেরে গেলেও ২০১৯ সালে তাঁর নেতৃত্বেই পশ্চিমবঙ্গে দুর্দান্ত ফল করেছিল বিজেপি। তাই, বিজেপি (Bharatiya Janata Party) হাইকমান্ডের তরফে তাঁর নামটিও এক্ষেত্রে বিবেচনা করা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: আগামী দিনে ভারতে ২ লক্ষ চাকরি! সামনে এল রিপোর্ট, শুধু করতে হবে এই কাজটি

এর পাশাপাশি পুরুলিয়ার ২ বারের সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো এবং সদ্য প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নাম আলোচনাতে রয়েছে বলেও জানা গিয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২১ সালের ২০ সেপ্টেম্বর দিলীপ ঘোষকে সরিয়ে বিজেপির (Bharatiya Janata Party) রাজ্য সভাপতি পদে আসীন হয়েছিলেন সুকান্ত মজুমদার। এমতাবস্থায়, দলের একটি সূত্র জানিয়েছে সুকান্তর পরে যদি শুভেন্দুকে রাজ্য সভাপতি করা হয় সেক্ষেত্রে দল বিরোধী দলনেতা হিসেবে দিলীপকে সামনে আনতে পারেন।

আরও পড়ুন: বিদ্যুতের বিল নিয়ে বড় সিদ্ধান্ত! ক্ষতিগ্রস্ত হবে কয়েক কোটি মানুষ, নয়া পরিকল্পনা সরকারের

তখন মেদিনীপুর বিধানসভা থেকে উপনির্বাচনে প্রার্থী হবেন দিলীপ। কারণ, এবারের লোকসভা ভোটে মেদিনীপুর লোকসভায় জিতে গিয়েছেন তৃণমূলের জুন মালিয়া। যার ফলে তাঁকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হবে। যদিও, রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করেছেন, লোকসভা ভোটের পরবর্তী পর্যায়ে দিলীপ যেভাবে দলের একাংশের বিরুদ্ধে গর্জে উঠেছেন তাঁকে আদৌ বিজেপির (Bharatiya Janata Party) বিরোধী দলনেতা করা হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর