গোলাপী হোক বা নীল! SRK থেকে আম্বানি বাড়ির নিরাপত্তারক্ষী, সকলের হাতেই এই ব্যান্ড! কেসটা কী?

বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়া খুললে এখন শুধুই অনন্ত আম্বানির (Anant Ambani) বিয়ের বিভিন্ন মুহূর্তের ভিডিও। অনন্ত আম্বানির রাজকীয় এই বিয়ের অনুষ্ঠান নজর কেড়েছে গোটা বিশ্বের। বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও নিতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠান ও বিয়ের আসরে মোট ৫০০০ কোটি টাকা খরচ হয়েছে।

গত ১২ ই জুলাই ছিল মুকেশের (Mukesh Ambani) ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে। এই বিয়ের অনুষ্ঠানে গোটা বিশ্ব থেকে তারকারা এসে হাজির হয়েছিলেন মুম্বাইতে। অতিথিদের তালিকায় ছিলেন জন সিনা, রেমা থেকে শুরু করে বলিউডের এক ঝাঁক তারকা। তবে আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে অনেকের নজর কেড়েছে অতিথিদের হাতে থাকা বিভিন্ন রঙের ব্যান্ড।

মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছেলের বিয়েতে অতিথিদের হাতে ব্যান্ড

নরেন্দ্র মোদি, মমতা বন্দ্যোপাধ্যায়, বরিস জনসন, টনি ব্লেয়ার থেকে শুরু করে কিম কার্দাশিয়ান, ক্লোয়ি কার্দাশিয়ান, শাহরুখ খান, বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাত ব্যক্তিত্বরা আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। তবে এই অনুষ্ঠানে আগত অতিথিদের হাতে গোলাপি, নীল, লাল ব্যান্ড অনেকের মনে প্রশ্ন জাগিয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক কোন রঙের ব্যান্ড কাদের জন্য বরাদ্দ করা হয়েছিল, এই ব্যান্ডগুলোর অর্থই বা কী?

আরোও পড়ুন : রানী ফেল! বাস্তবে কার সঙ্গে প্রেম করছে দুর্জয়? অর্কপ্রভর ‘প্রেমিকা’র আসল পরিচয় চমকে দিতে বাধ্য!

গোলাপি ব্যান্ড: বিয়ের অনুষ্ঠানে আগত ভিভিআইপি অতিথিদের জন্য বরাদ্দ করা হয়েছিল গোলাপি ব্যান্ড। আসনের একদম প্রথম সারিতে ছিলেন তাঁরা। আম্বানি পরিবারের সাথে সোশ্যাল মিডিয়ার জন্য কনটেন্টও তাঁরা তৈরি করতে পেরেছিলেন।

আরোও পড়ুন : আর্থিক চাপে রাজ্য? এবার নিয়োগ নিয়ে বিরাট সিদ্ধান্ত! তোলপাড় বাংলা!

নীল ব্যান্ড: অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট-এর খুব কাছের বন্ধুদের জন্য বরাদ্দ ছিল নীল ব্যান্ড। এই ব্যান্ড হাতে থাকলে অতিথিরা নাচের মঞ্চে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। এছাড়াও এই অতিথিদের জন্য ব্যবস্থা ছিল আলাদা চাট স্টল, পানীয়ের স্টলের।

Your paragraph text 1

অন্যান্য রঙের ব্যান্ড: আলাদা রঙের ব্যান্ড বরাদ্দ ছিল আম্বানি পরিবারের বিভিন্ন কর্মচারী ও নিরাপত্তারক্ষীদের জন্য। অতিথিদের যত্নে-আপ্যায়নে যাতে ত্রুটি না থাকে সেই জন্যই ব্যবস্থা করা হয়েছিল বিভিন্ন ব্যান্ডের।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর