বাংলা হান্ট ডেস্কঃ স্কুল শিক্ষকদের উদ্দেশে এবার জারি হল কড়া নির্দেশিকা! শিক্ষক, শিক্ষিকাদের বাড়তি দায়িত্ব দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে আবার বলা হয়েছে, ছাত্রপিছু জরিমানা দেওয়ার কথা। এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা।
সংসদের (WBCHSE) বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে?
একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নাম উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পোর্টালে তোলার কথা আগেই বলা হয়েছিল। এবার এই বিষয়েই আরও একটি বিজ্ঞপ্তি জারি করা হল। সেখানে স্পষ্ট বলা হয়েছে, একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে ওঠা কোনও পড়ুয়ার নাম যদি সংসদের পোর্টালে নথিভুক্ত না করা হয়ে থাকে তাহলে পড়ুয়াপিছু ৩০০ টাকা জরিমানা গুনতে হবে।
সংসদের (WBCHSE) তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশের পর রাজ্যের বহু বিদ্যালয় কর্তৃপক্ষ চিন্তায় পড়ে গিয়েছে বলে খবর। একইসঙ্গে জরিমানার উল্লেখ থাকায় তা নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। এত জরিমানার টাকা কোথা থেকে আসবে? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুনঃ শিক্ষকদের বদলি নিয়ে পর্ষদকে কড়া নির্দেশ হাইকোর্টের! জাস্টিস সিনহার এক রায়ে তোলপাড়!
৩০ জুন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পোর্টালে একাদশ শ্রেণি উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নাম তোলার শেষ দিন ছিল। তবে রাজ্যের বহু বিদ্যালয় ওই সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে পারেনি। এই বিষয়ে দক্ষিণ ২৪ পরগণার এক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক বলেন, কোনও বিদ্যালয় যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে পোর্টালে নাম তুলতে ব্যর্থ হয় তাহলে সেটি ওই স্কুলের গাফিলতি।
পরবর্তীতে জানা যায়, এক নয়, একাধিক বিদ্যালয় নির্দিষ্ট সময়সীমার মধ্যে সংসদের পোর্টালে নাম তুলতে পারেনি। এবার সংসদের বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হল, পোর্টালে নাম তুলতে ব্যর্থ হলে এবার ছাত্রপিছু ৩০০ টাকা করে জরিমানা গুনতে হবে। এই বিষয়ে ওই শিক্ষক বলেন, তাঁদের বিদ্যালয় দ্বাদশ শ্রেণিতে ওঠা শিক্ষার্থীর সংখ্যা ১৫০ জন। সেক্ষেত্রে যদি এতজনের জরিমানা গুনতে হয় তাহলে অঙ্কটা দাঁড়াচ্ছে ৪৫,০০০ টাকা। কীভাবে এত বিপুল পরিমাণ অর্থ আসবে?
এই বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, যদি কোনও বিদ্যালয়ের তরফ থেকে জরিমানার অঙ্ক কমানোর আর্জি জানানো হয় তাহলে ৫০% ছাড় দেওয়া হবে। অর্থাৎ পড়ুয়া পিছু ১৫০ টাকা করে দিতে হবে। সেই অঙ্কটাও নেহাত কম নয় বলেই মনে করছেন প্রধান শিক্ষকদের একটি বড় অংশ।