বাংলা হান্ট ডেস্ক: ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার (Train Accident) সম্মুখীন হল দেশ (India)! বৃহস্পতিবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গোন্ডায় চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই ট্রেনের ১০ থেকে ১২ টি বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনটির এসি কোচের অবস্থাও অত্যন্ত শোচনীয়। গোন্ডার কাছে ঝিলাহি রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় ডিব্রুগড় এক্সপ্রেস।
দুর্ঘটনার (Train Accident) সম্মুখীন ডিব্রুগড় এক্সপ্রেস:
এদিকে, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা ভয়ে চিৎকার করতে থাকেন। ট্রেন থামার সঙ্গে সঙ্গে দ্রুত বেরিয়ে আসেন যাত্রীরা। এদিকে, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে (কিছু কিছু রিপোর্ট অনুযায়ী মৃতের সংখ্যা ৪)। এদিকে দুর্ঘটনায় বিপুলসংখ্যক যাত্রী আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। দুর্ঘটনার (Train Accident) কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে রেল বিভাগ।
কি জানিয়েছে রেল: প্রসঙ্গত উল্লেখ্য যে, ১৫৯০৪ ডিব্রুগড় এক্সপ্রেস চণ্ডীগড় থেকে ডিব্রুগড় পর্যন্ত চলে। বৃহস্পতিবার রাত ১১ টা ৩৯ মিনিটে ট্রেনটি চণ্ডীগড় থেকে ছেড়েছিল। এমতাবস্থায়, বৃহস্পতিবার দুপুরের দিকে ট্রেনটি গোন্ডা ও বস্তির মধ্যে ঝিলাহি স্টেশনে পৌঁছলে হঠাৎ বিকট শব্দে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। হঠাৎ ট্রেনটি কাঁপতে শুরু করে। তারপরেই লাইনচ্যুত (Train Accident) হয়ে যায় ট্রেনটি।
আরও পড়ুন: ভারতের এই পড়শি দেশে এখন করবেন না সফর! জারি হল সতর্কতা, ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে পরিস্থিতি
এদিকে, ট্রেন লাইনচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গেই যাত্রীদের মধ্যে তুমুল শোরগোল পড়ে যায়। ঝিলাহি স্টেশনের কাছে ঘটা এই দুর্ঘটনার (Train Accident) কথা রেল বিভাগকে জানানো হয়। লাইনচ্যুত হয়ে ট্রেনটি উল্টে গিয়েছে বলেও জানা গিয়েছে। ট্রেনের এসি বগিটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটি সঙ্গে সঙ্গে রেল প্রশাসনকে জানানোর পর শুরু হয়েছে উদ্ধারকাজ। এদিকে, এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে বলে জানা গিয়েছে। যেগুলির মধ্যে রয়েছে কাটিহার-অমৃতসর এক্সপ্রেস এবং গুয়াহাটি-শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা এক্সপ্রেস।
আরও পড়ুন: ফের সোনা-রুপোর দামে বিপুল বৃদ্ধি! ১০ গ্রাম মিলছে এত টাকায়, দিশেহারা অবস্থা ক্রেতাদের
ঘটনাটির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোন্ডার ঝিলাহি জংশনের কাছে একটি ট্রেন দুর্ঘটনার (Train Accident) বিষয়টি স্বীকার করেছেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, যাত্রীদের তাৎক্ষণিক সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় আধিকারিকরা।