বাংলাহান্ট ডেস্ক : প্রত্যেক বাবা-মাই চান তাদের সন্তানকে ভালো স্কুলে পড়াতে। বর্তমান প্রতিযোগিতার যুগে ভালো স্কুলে (School) পড়ানো অত্যন্ত জরুরী। স্কুলের শিক্ষার উপর তৈরি হয় একটি ছাত্র বা ছাত্রীর ভিত। কিন্তু কীভাবে বুঝবেন যে কোন স্কুল সেরার সেরা? একটি স্কুলের পড়াশোনার পরিবেশ কেমন?
IIRF র্যাঙ্কিং বলছে ভারতের (India) সেরা স্কুল কোনগুলি। ইন্ডিয়ান ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা আইআইআরএফ দেশের অন্যতম বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান প্রতিবছর দেশের সেরা স্কুলগুলির তালিকা প্রকাশ করে। এই তালিকা অনুযায়ী দেখে নেওয়া যাক ভারতের সেরা ১০ স্কুল (School) কোনগুলি।
ভারতের সেরা ১০ স্কুল (School)
আইআইআরএফ-এর র্যাঙ্কিং শুধুমাত্র একাডেমিক বিষয়ের উপর নির্ভর করে হয় না। স্কুলের পরিবেশ, শিক্ষার্থীদের বিকশিত হওয়ার সুযোগ, আন্তর্জাতিক মান ইত্যাদি অনেক মানদণ্ড থাকে। তবে এবারের আইআইআরএফ-এর র্যাঙ্কিংয়ে (Ranking) সেরা দশে জায়গা পায়নি কলকাতার (Kolkata) কোনও স্কুল (School)।
আরোও পড়ুন : ভারতের এই পড়শি দেশে এখন করবেন না সফর! জারি হল সতর্কতা, ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে পরিস্থিতি
আইআইআরএফ-এর তালিকায় প্রথম স্থান অর্জন করেছে কর্ণাটকের দিল্লি পাবলিক স্কুল। ১০০০ এর মধ্যে এই স্কুলের প্রাপ্ত নম্বর ৮৫৮। মুম্বইয়ের বোম্বে স্কটিশ স্কুল রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। ১০০০ এর মধ্যে এই স্কুলের প্রাপ্ত নম্বর ৮৫৭.৫। তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে মুম্বইয়ের ক্যাথেড্রাল অ্যান্ড জন কোনান স্কুল। এই স্কুলের প্রাপ্ত নম্বর ৮৫৮.২৫।
আরোও পড়ুন : কনফার্ম খবর! এবার এই জনপ্রিয় রুটে ছুটবে অতিরিক্ত স্পেশাল EMU, আত্মহারা নিত্যযাত্রীরা
দেশের মধ্যে সেরা স্কুলগুলির তালিকায় চতুর্থ স্থানে রয়েছে মুম্বইয়ের সেন্ট মেরি স্কুল। এই স্কুলটির প্রাপ্ত নম্বর ৮৫৫.১৩। রাজস্থানের সেন্ট জেভিয়ার্স সিনিয়র সেকেন্ডারি স্কুল ৮৫৩.৩৮ নম্বর নিয়ে তালিকার পঞ্চম স্থান দখল করেছে। এই তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে নিউ দিল্লির সেন্ট জেভিয়ার্স সিনিয়র সেকেন্ডারি স্কুল। দিল্লির এই স্কুলের প্রাপ্ত নম্বর ৮৪৭। কর্নাটকের লিটল রক ইন্ডিয়ান স্কুল ৮৪৭.৮৮ নম্বর নিয়ে তালিকার সপ্তম স্থান দখল করেছে।
৮৪৯ নম্বর নিয়ে ভারতের অষ্টম সেরা স্কুল মুম্বইয়ের আরএন পোদ্দার স্কুল। আইআইআরএফ-এর তালিকায় নবম স্থান দখল করেছে দিল্লির ময়ূর বিহারের সালওয়ান পাবলিক স্কুল। ৮৪৬.৫ নম্বর নিয়ে এই স্থান দখল করেছে তারা। মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল এই তালিকায় রয়েছে দশম স্থানে। হাজারের মধ্যে এই স্কুলের নম্বর ৮৪৫.৭৫।