বাংলা হান্ট ডেস্ক: T20 বিশ্বকাপে জয় হাসিল করে জিম্বাবোয়ে সফরে গিয়েছিল ভারতীয় দল (India National Cricket Team)। যেখানে ৫ ম্যাচের T20 সিরিজে জিম্বাবোয়েকে ৪-১ ব্যবধানে হারিয়েছে টিম ইন্ডিয়া। এদিকে, জিম্বাবোয়ে সফরের পর ভারতীয় দলের পরবর্তী মিশন হল শ্রীলঙ্কা সফর। এই সফরে ভারতীয় দলকে ৩ ম্যাচের ODI ও ৩ ম্যাচের T20 সিরিজ খেলতে হবে। এই ২ টি সিরিজের সূচি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। তবে, এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এই সফরের জন্য ঘোষণা করা হল ভারতীয় দলের। যেখানে বিরাট চমক পরিলক্ষিত হয়েছে।
ভারতীয় দলে (India National Cricket Team) বিরাট চমক:
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, শ্রীলঙ্কা সফরে টিম ইন্ডিয়ার (India National Cricket Team) T20 দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব। প্রসঙ্গত উল্লেখ্য যে, T20 দলের অধিনায়ক হওয়ার দৌড়ে হার্দিক পান্ডিয়ার নাম বারংবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেও শেষ পর্যন্ত বাজিমাত করলেন সূর্যকুমার। এদিকে, শ্রীলঙ্কা সফরে বড় উপহার পেয়েছেন শুভমান গিল। ODI ও T20 উভয় সিরিজেই তাঁকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মানে পান্ডিয়াকে সহ-অধিনায়কের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও, ODI দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ। দু’টি সিরিজেই সুযোগ পেয়েছেন রিয়ান পরাগ।
নতুন হেড কোচ গৌতম গম্ভীরের এটাই প্রথম সফর: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এটি ভারতীয় দলের (India National Cricket Team) নতুন হেড কোচ গৌতম গম্ভীরের কোচ হিসেবে প্রথম সফর হতে চলেছে। প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর এখন তাঁর নতুন ভূমিকার জন্য প্রস্তুত। সম্প্রতি BCCI তাঁকে ভারতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নির্বাচিত করেছে।
শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় দল (India National Cricket Team):
T20 দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, খলিল আহমেদ এবং মোহাম্মদ সিরাজ।
Next Sri Lanka #TeamIndia are back in action with 3 ODIs and 3 T20Is#INDvSL pic.twitter.com/aRqQqxjjV0
— BCCI (@BCCI) July 18, 2024
ভারতের ODI দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং , রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ এবং হর্ষিত রানা।
ভারতের শ্রীলঙ্কা সফরের সূচি (T20):
২৭ জুলাই (শনিবার)- প্রথম T20, সন্ধ্যে ৭টা। খেলা সম্পন্ন হবে পাল্লেকেলে।
২৮ জুলাই (রবিবার)- দ্বিতীয় T20 সন্ধ্যে ৭টা। খেলা সম্পন্ন হবে পাল্লেকেলে।
৩০ জুলাই (মঙ্গলবার)- তৃতীয় T20, সন্ধ্যে ৭টা। খেলা সম্পন্ন হবে পাল্লেকেলে।
আরও পড়ুন: অপরিশোধিত তেলের দামে ফের বৃদ্ধি! এবার দেশে বাড়বে পেট্রোল-ডিজেলের মূল্য? জানুন লেটেস্ট আপডেট
ভারতের শ্রীলঙ্কা সফরের সূচি (ODI):
২ অগাস্ট (শুক্রবার)- প্রথম ODI, দুপুর ২ টো বেজে ৩০ মিনিট। খেলা সম্পন্ন হবে কলম্বোতে।
৪ অগাস্ট (রবিবার)- দ্বিতীয় ODI, দুপুর ২ টো বেজে ৩০ মিনিট। খেলা সম্পন্ন হবে কলম্বোতে।
৭ অগাস্ট (বুধবার)- তৃতীয় ODI, দুপুর ২ টো বেজে ৩০ মিনিট। খেলা সম্পন্ন হবে কলম্বোতে।