“শাম” শব্দের ভিড়ে লুকিয়ে আছে “রাম”! খুঁজে পাবেন শুধুমাত্র জিনিয়াসরা

বাংলাহান্ট ডেস্ক : অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) চ্যালেঞ্জ কঠিন হলেও বেশ মজাদার। তবে আজকের এই চ্যালেঞ্জ সম্পন্ন করতে একমাত্র সক্ষম হবেন জিনিয়াসরাই। যথেষ্ট কঠিন আজকের এই চ্যালেঞ্জ। কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সঙ্গে পড়াশোনা যারা করেছেন তারা কিন্তু পারবেন এই চ্যালেঞ্জ সম্পূর্ণ করতে।

অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) মজার খেলা

পাশাপাশি মন সংযোগের একটা ব্যাপার রয়েছে এখানে। আজকের অপটিক্যাল ইলিউশনে (Optical Illusion) দেখা যাচ্ছে, একেবারে লাইন বাই লাইন লেখা রয়েছে হিন্দি শব্দ ‘শাম’। যেদিকেই তাকাবেন, দেখতে পাবেন ‘শাম’ শব্দটি লেখা। কিন্তু এই ছবিতে “শাম” শব্দের ভিড়ে কোথাও লুকিয়ে আছে হিন্দি শব্দ “রাম”। আর এই “রাম” শব্দটি খুঁজে পাওয়া কিন্তু মোটেও সহজ নয়।

আরোও পড়ুন : ভুলেও পরামর্শ দিতে যাবেন না এই ৪ ধরনের মানুষকে! বিপদ বাড়বে নিজেরই, বলছেন চাণক্য

কারণ শাম এবং রাম শব্দ দুটির লেখার ধরন খানিকটা একই। কেবলমাত্র জিনিয়াসরাই পারবেন খুঁজে বের করতে। আজকের চ্যালেঞ্জটি সম্পূর্ণ করতে মাত্র পাঁচ সেকেন্ড সময় দেওয়া হবে আপনাকে। এই সময়ের মধ্যে যদি এই চ্যালেঞ্জটি সম্পূর্ণ করতে আপনারা সক্ষম না হন তাহলে আপনার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনের সাহায্য নিতে পারেন।

ram

হতেই পারে, আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয়রা আপনাকে এই চ্যালেঞ্জ সফল করতে সহায়তা করবে। দীর্ঘক্ষণ খুঁজে যদি “রাম” শব্দটিকে দেখতে না পান তাহলে বলি, এই ছবিতে সাদা বাক্সে “রাম” শব্দকে সহজেই দেখতে পাবেন আপনি। আসলে রাম এবং শ্যাম শব্দ দুটি লেখার জন্য একই ফন্ট ব্যবহার করা হয়েছে। যার কারণে রাম শব্দটিকে খুঁজে পেতে বেশ বিভ্রান্ত হতে হয়েছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর