শিক্ষকদের নিয়ে বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের, চাপে পর্ষদ

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের ‘উৎসশ্রী পোর্টাল’ বন্ধ থাকায় কিছুদিন আগেই হাইকোর্টের (Calcutta High Court) তোপের মুখে পড়েছিল রাজ্য। অনলাইন’ পোর্টাল বন্ধ থাকায় শিক্ষকদের (Teachers) বদলি হবে না, এবার থেকে এই যুক্তি আর মানা হবে না বলে সম্প্রতি বদলি সংক্রান্ত মামলায় জানিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। তার বদলে অফলাইনে বদলির আবেদনের প্রক্রিয়াকে আইনি বৈধতা দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু আবেদন করার কত দিন পর সেই আবেদনকারীর বদলি হবে? এবার সেই প্রশ্ন এবার তুলল উচ্চ আদালত।

শিক্ষক বদলি সংক্রান্ত বিষয়ে বড় নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)

‘উৎসশ্রী পোর্টাল’ এর বদলে অফলাইনে বদলির আবেদন করলে এই কত দিন পর সেই আবেদনকারীর ডাক আসবে? কত দিনে শিক্ষক-শিক্ষিকাদের আবেদন গৃহীত হবে? এবার সেই প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)।

এক শিক্ষিকার আপোষ বদলির আবেদন মামলার শুনানি চলাকালীন জাস্টিস সিনহার প্রশ্ন, বদলির আবেদন জানানোর কত দিনের মধ্যে পর্ষদ তা বিবেচনা করবে?গোটা বিষয় বিবেচনার পর বদলি নিয়ে কতদিনের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে? প্রশ্ন কলকাতা হাইকোর্টের।

অফলাইনে শিক্ষক বদলি নিয়ে পর্ষদের কী গাইড লাইন রয়েছে, সময়সীমা কী? এই সমস্ত বিষয় জানানোর জন্য পর্ষদকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সেই সব জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। তার নির্দেশ, একজন শিক্ষক বা শিক্ষিকা পর্ষদের কাছে বদলির আবেদন জানানোর পর কত দিন পর তাকে সিদ্ধান্ত জানানো হয় তা গাইডলাইন সহ পর্ষদকে জানাতে হবে।

Calcutta High Court

আরও পড়ুন: ডায়মন্ড হারবারে ফের নির্বাচন? কলকাতা হাইকোর্টে দায়ের মামলা, সামনে বিরাট তথ্য

আদালতে পর্ষদ জানিয়েছে, ‘এই বিষয়ে সঠিকভাবে বিবেচনার জন্য পর্ষদকে যথাযথ সময় দেওয়া হোক। তাহলে তারা সিদ্ধান্ত জানাতে পারবে। এই বিষয়ে বিবেচনার জন্য তাদের নির্দিষ্ট কোনও ‘টাইম লিমিট’ নেই বলেও হাইকোর্টে (Calcutta High Court) জানিয়েছে পর্ষদ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর