বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ। এবারের অনুষ্ঠানের তাৎপর্য অবশ্য আলাদা। লোকসভা এবং বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের সবুজ ঝড়ের পর এই প্রথম এত বড় মাপের অনুষ্ঠান হচ্ছে। এবার শহিদ সমাবেশের এই পোস্টারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবি না থাকা নিয়ে সরব হল BJP।
একুশে জুলাইয়ের পোস্টারে কেন নেই অভিষেকের (Abhishek Banerjee) ছবি?
বহুদিন ধরেই তৃণমূলের (Trinamool Congress) অন্দরে একুশে জুলাইয়ের কর্মসূচির তোরজোড় চলছে। পোস্টার, ব্যানারে প্রায় ছেয়ে গিয়েছে রাজ্যের সকল জেলা। তবে অভিযোগ, সেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। এই নিয়ে বিজেপি খোঁচা দিতেই পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
সম্প্রতি একুশে জুলাইয়ের পোস্টারে অভিষেকের ছবি না থাকা নিয়ে বিজেপি সাংসদ তথা মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখতে সুন্দর। ড্যাম স্মার্ট। জামাকাপড়ও যা পড়েন সেটাও ভীষণ আকর্ষণীয়। ওনাকে আধুনিক প্রজন্মের প্রতিনিধি মনে হয়। কথাবার্তাও বেশ সাবলীল। সেই জন্য হিংসা করে হয়তো ছবি রাখেনি। এটা ওনাদের পারিবারিক ব্যাপার। আমরা এখানে কেন ঢুকতে যাব?’
আরও পড়ুনঃ প্রাথমিক নিয়োগ মামলায় কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র! এবার জালে কে? ফাঁস হতেই তোলপাড়!
BJP নেতার এই মন্তব্যের পাল্টা দিয়েছেন তৃণমূলের জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, ‘একুশে জুলাইয়ের কিছু থিম অপরিবর্তনীয়। আমাদের ব্যাকড্রপ, ব্যানার ওপরে যারা রয়েছেন ওনাদের সবার মতামত নিয়ে তৈরি করা হয়েছে। যে ছবি সেখানে ব্যবহার করা হচ্ছে সেটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পূর্ণ অনুমোদন রয়েছে তা নয়, এটা তৈরি ও সৃষ্টির নেপথ্যে তাঁর মাথাও রয়েছে’।
উল্লেখ্য, লোকসভা ভোটের পর চিকিৎসার জন্য সাংগঠনিক কাজ থেকে বিরতি নেওয়ার কথা ঘোষণা করেন অভিষেক (Abhishek Banerjee)। এরপর গত কয়েকদিনে তাঁর একুশে জুলাইয়ের মঞ্চে উপস্থিতি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছিল। যদিও শুক্রবার কলকাতা ফিরেছেন তৃণমূল সেনাপতি। আগামীকাল মমতার পাশাপাশি তিনিও কী বার্তা দেন তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন তৃণমূলের নেতা, কর্মী, সমর্থকরা।