বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ভারত তথা এশিয়ার সর্বশ্রেষ্ঠ ধনকুবের হিসেবে বিবেচিত হচ্ছেন মুকেশ আম্বানি। তিনি তাঁর বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে প্রায়শই থাকেন খবরের শিরোনামে। তবে, এবার বিরাট নজির গড়ার মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন তাঁর ছেলে আকাশ আম্বানি। সম্প্রতি, তিনি একটি অনবদ্য রেকর্ড করেছেন। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আকাশ আম্বানির টেলিকম কোম্পানি Reliance Jio চিনা কোম্পানিগুলিকে পেছনে ফেলে বিশ্বের এক নম্বর কোম্পানি হয়ে উঠেছে।
বিরাট নজির গড়ল Reliance Jio:
প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমানে Reliance Jio দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হিসেবে বিবেচিত হচ্ছে। যার গ্রাহক সংখ্যা ৪৯ কোটি। এদিকে, বিশেষজ্ঞদের মত অনুযায়ী, আগামী এক বছরের মধ্যেই রিলায়েন্স Jio-র IPO আসতে চলেছে। যা হতে পারে দেশের সবচেয়ে বড় IPO। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এরপরে Reliance Jio-র মূল্য ১০ লক্ষ কোটি টাকা হতে পারে। এমতাবস্থায়, এই সংস্থা ঠিক কোন কারনামা করে দেখিয়েছে চলুন জেনে নেওয়া যাক।
Jio বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি হয়ে উঠেছে: শনিবার Reliance Jio জানিয়েছে যে, তারা ইতিমধ্যেই চিনা সংস্থাগুলিকে পেছনে ফেলে ডেটা ট্রাফিক অর্থাৎ ব্যবহারের ক্ষেত্রে বিশ্বের বৃহত্তম সংস্থায় পরিণত হয়েছে। সংস্থাটি বিবৃতিতে বলেছে যে, মাথাপিছু ডেটা খরচ বেড়ে হয়েছে মাসিক ৩০.৩ GB অর্থাৎ দিনে ১ GB-র বেশি। আর এই পরিসংখ্যানের ওপর ভর করেই এই সংস্থা ডেটা ট্রাফিকের দিক থেকে বিশ্বের বৃহত্তম কোম্পানিতে পরিণত হয়েছে। Reliance Jio-র জুন ত্রৈমাসিকের তথ্য অনুসারে, ডেটা খরচ ৩২.৮ শতাংশ বেড়ে ৪৪ বিলিয়ন GB হয়েছে। যা গত বছরের একই ত্রৈমাসিকে ৩৩.২ বিলিয়ন GB ছিল।
আরও পড়ুন: ৩,৭০০ কোটি টাকা হয়েছিল খরচ, আচমকাই এই গুরুত্বপূর্ণ মিশন বাতিল করল NASA! কারণ জানলে দুঃখ হবে
১৩ কোটি 5G ব্যবহারকারী: বিবৃতিতে বলা হয়েছে যে, Reliance Jio-র মোট গ্রাহক সংখ্যা প্রায় ৪৯ কোটিতে পৌঁছেছে। যার মধ্যে ১৩ কোটি 5G ব্যবহারকারী রয়েছে। এমতাবস্থায়, চিনকে ছেড়ে দিলে, Jio 5G পরিষেবার ক্ষেত্রে বৃহত্তম সংস্থা হয়ে উঠেছে। এদিকে, Reliance Jio ইনফোকমের চেয়ারম্যান আকাশ এম আম্বানি বলেছেন যে, গুণমান, উচ্চ-কভারেজ, সাশ্রয়ী মূল্যের ইন্টারনেট ডিজিটাল ভারতের মেরুদণ্ড এবং Jio এতে অবদান রাখতে পেরে গর্বিত।
আরও পড়ুন: এবার “X”-এ দাপট দেখালেন মোদী! গড়লেন বিরাট নজির, অভিনন্দন জানালেন মাস্ক
তিনি জানান যে, “আমাদের নতুন প্রিপেইড প্ল্যানগুলি 5G এবং AI ক্ষেত্রে ইনোভেশন এবং টেকসই উন্নয়নের প্রচার করবে। গ্রাহকদের দৃষ্টিকোণের সাথে, Reliance Jio তার উচ্চতর নেটওয়ার্ক এবং উদ্ভাবনী পরিষেবা অফারগুলির সাথে তার বাজার নেতৃত্বের অবস্থানকে আরও শক্তিশালী করবে।” চলতি অর্থবর্ষের জুন ত্রৈমাসিকে কোম্পানির নেটওয়ার্কে ভয়েস কলিং রেকর্ড মাত্রায় পৌঁছেছে। যা হল ১,৪২০ বিলিয়ন মিনিট। যা গত বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ বেশি।