বাংলা হান্ট ডেস্কঃ এতদিনে সফল হল বাংলা পক্ষের আন্দোলন। এবার রাজ্য বিদ্যুৎ দফতরের অধীনস্ত কোম্পানি WBSEDCL-এর চাকরিতে বাধ্যতামূলক হল বাংলা (Bengali)। লিখিত পরীক্ষায় ৮৫ নম্বরের মধ্যে ১০ নম্বরের বাংলা ভাষার পরীক্ষা বাধ্যতামূলক করা হল। পাশাপাশি এই ১০ নম্বরের মধ্যে ৪ নম্বর পেয়ে পাশ করাও বাধ্যতামূলক করা হয়েছে সরকার তরফে (West Bengal Government)।
কম্পালসারি বাংলা, বিরাট সিদ্ধান্ত রাজ্যের (West Bengal Government)
শুধু তাই নয়, যদি কোনো দু’জন পরীক্ষার্থী পরীক্ষায় একই নম্বর পান তাহলে যিনি বাংলায় বেশি নম্বর পাবেন তাকেই অগ্রাধিকার দেওয়া হবে। প্রসঙ্গত, WBSEDCL রাজ্য সরকারের অধীনে থাকা একটি প্রতিষ্ঠান। এখানে প্রায় প্রতি বছরই নিয়োগ হয়ে থাকে। বাংলার ছেলে-মেয়েরা এই নিয়োগের পরীক্ষায় বসে। তবে অভিযোগ ওঠে সাম্প্রতিক অতীতে বাংলা ভাষার পরীক্ষা না থাকায় সেখানে বাইরের রাজ্য থেকে আগত চাকরিপ্রার্থীরা বেশি করে সুযোগ পাচ্ছিল। এই নিয়ে বাঙালি চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছিল।
বাঙালি চাকরিপ্রার্থীদের কথা মাথায় রেখে তাদের হয়ে আন্দোলনে নামে বাংলা পক্ষ। WBSEDCL-এ চাকরির লিখিত পরীক্ষায় বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করার দাবিতে লাগাতার আন্দোলন চালানোর পাশাপাশি চাকরিপ্রার্থীদের সাথে নিয়ে বহুবার WBSEDCL প্রধান কার্যালয় ও অন্যান্য জেলা অফিসে অভিযানও চালায় বাংলা পক্ষ। অবশেষে তাদের প্রচেষ্টা সফল হল।
WBSEDCL পরীক্ষা নিয়ে সিদ্ধন্তের পর সোশ্যাল মিডিয়া পোস্টে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক কৌশিক মাইতি লেখেন, ‘বাংলা পক্ষর দীর্ঘ আন্দোলন করেছে। ফলস্বরূপ বিদ্যুৎ দপ্তরের কোম্পানী WBSEDCL-এ চাকরির পরীক্ষায় ৮৫ নম্বরের মধ্যে ১০ নম্বরের বাংলা ভাষা পরীক্ষা বাধ্যতামূলক হল। এটা বাঙালির জয়।’
আরও পড়ুন: DA-র পর ফের ভাতা বাড়াল রাজ্য সরকার, বাড়তি কত টাকা পকেটে আসবে? রইল হিসেব
তিনি আরও বলেন, ‘সরকারের এই পদক্ষেপে বাঙালি ছেলেমেয়েদের বিশাল লাভ হবে। জয় বাংলা।’ সংগঠনের দাবি, ‘এবার থেকে বাঙালি ভূমিপুত্র চাকরিপ্রার্থীদের চাকরি পাওয়ার সম্ভাবনা একপ্রকার নিশ্চিত করা গেল।