বাই বাই বাইডেন! প্রেসিডেন্ট নির্বাচনে এবার ট্রাম্প Vs কমলা? হোয়াইট হাউসে ইতিহাস লিখবেন ভারতীয় বংশোদ্ভূত?

বাংলা হান্ট ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে এবার সামনে এল অবাক করা মোড়। মূলত, চলতি বছরের নভেম্বরে সম্পন্ন হতে চলা নির্বাচনে রাষ্ট্রপতি পদের জন্য ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন (Joe Biden) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন। মূলত, এই দৌড় থেকে বেরিয়ে আসার জন্য দীর্ঘদিন ধরেই দলের ভেতর থেকে তাঁর ওপর চাপ ছিল। এদিকে, সম্প্রতি করোনায় আক্রান্ত বাইডেন (Joe Biden) শারীরিক প্রতিকূলতারও মুখোমুখি হচ্ছেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ালেন বাইডেন (Joe Biden):

তবে, বাইডেন (Joe Biden) এর আগে দাবি করেছিলেন যে, তিনি যদি নির্বাচন থেকে সরে যান, তবে ডেমোক্র্যাটদের তরফে রাষ্ট্রপতি প্রার্থী হবেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। যিনি বর্তমানে ভাইস প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছেন। কিন্তু এখন কমলা হ্যারিসের চ্যালেঞ্জও বৃদ্ধি পেয়েছে। কারণ, তাঁর পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

Joe Biden withdrew himself from the race of presidential election.

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, কমলা হ্যারিস বারাক ওবামাকে তাঁর রাজনৈতিক গুরু বলে মনে করেন। তা সত্বেও, বারাক ওবামা রাষ্ট্রপতি নির্বাচনে কমলার প্রার্থীপদকে সমর্থনে অস্বীকার করেছেন। সামগ্রিক বিষয়টির পরিপ্রেক্ষিতে অনুমান করা হচ্ছে যে, কমলার প্রতি জো বাইডেনের (Joe Biden) সমর্থন রয়েছে এবং এই কারণে ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে তাঁর নাম ঠিক করেছে। তবে, আগামী মাসে শিকাগোতে সম্পন্ন হতে চলা দলের জাতীয় সম্মেলনের সময় তাঁকে দলের মুখোমুখি হতে হবে এবং দলের প্রতিনিধিদের দ্বারা প্রার্থী হওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আরও পড়ুন: ছবিটি সুন্দর! কিন্তু রয়েছে মস্ত বড় ভুল, ১১ সেকেন্ডের মধ্যে খুঁজে পেলেই আপনি নিঃসন্দেহে জিনিয়াস

পরিস্থিতি ঠিক কিরকম: উল্লেখ্য যে, বাইডেনের (Joe Biden) সমর্থনে ৩,৮৯৬ জন প্রতিনিধি রয়েছেন। এদিকে, মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে প্রয়োজন ১,৯৭৬ জন প্রতিনিধি। এমতাবস্থায় কমলা হ্যারিস প্রথমে এই মাইলফলক পার করতে পারবেন কি না, সেটাই দেখার বিষয়। আরও একটি বিশেষ বিষয় হল, কমলা হ্যারিস ইতিমধ্যেই প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও প্রাক্তন বিদেশ রাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সমর্থন পেয়েছেন। এমতাবস্থায়, শিকাগোতে আগামী ১৯ অগাষ্ট থেকে শুরু হতে যাওয়া ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনে প্রার্থীপদ পাওয়ার অভ্যন্তরীণ লড়াইয়ে কমলা হ্যারিসের পক্ষ বেশ শক্তিশালী বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: হয়ে গেল কনফার্ম! প্যারিস অলিম্পিকে কত কোটি টাকা ঢালবে BCCI? জানিয়ে দিলেন জয় শাহ

কমলা হ্যারিসের নাম ঘোষণা: জানিয়ে রাখি যে, গত মাসে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে সম্পন্ন হওয়া প্রেসিডেন্সিয়াল ডিবেটে প্রাক্তন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জো বাইডেনের (Joe Biden) পারফরম্যান্স অত্যন্ত খারাপ ছিল। এরপর সোশ্যাল মিডিয়ায় তিনি ঠাট্টার সম্মুখীন হন। এমন পরিস্থিতিতে দলের অভ্যন্তরীণ চাপ ও শারীরিক অসুস্থতার কারণে তিনি প্রার্থীপদ প্রত্যাহার করেছেন। পাশাপাশি, বাইডেন প্রকাশ্যে বর্তমান ভাইস প্রেসিডেন্ট তথা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক কমলা হ্যারিসকে দলের প্রার্থী হিসেবে তাঁর নাম সামনে রেখে সমর্থন ঘোষণা করেছিলেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর