বাংলা হান্ট ডেস্কঃ ফের শিরোনামে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee Abhishek Banerjee) দূরত্ব। এবারের লোকসভা ভোটে হাতে হাত মিলিয়ে লড়েছিলেন দু’জনে। বাংলার বুকে চমকপ্রদ ফলাফল করেছে তৃণমূল। কিন্তু একুশে জুলাইয়ে যে ছবি দেখা গেল তাতে সিঁদুরে মেঘ দেখছেন অনেকে।
অভিষেকের সঙ্গে দূরত্ব বাড়ছে মমতার (Mamata Banerjee Abhishek Banerjee)?
প্রত্যেক বছরের মতো এবারও শহিদ দিবসে সমাবেশের আয়োজন করেছিল তৃণমূল (Trinamool Congress)। অভিষেক সেখানে উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে প্রথমে জল্পনা তৈরি হয়েছিল। তবে সেই জল্পনায় ইতি টেনে শুক্রবারই শহরে ফেরেন তৃণমূল সেনাপতি। গতকালের সমাবেশেও উপস্থিত ছিলেন তিনি। তবে সেখানে মমতার সঙ্গে তাঁর দূরত্ব নজর কেড়ছে অনেকের।
এবারের একুশে জুলাইয়ের সমাবেশে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। কলকাতায় নেমেই প্রথমে মমতার কালীঘাটের বাড়ির দিকে রওনা দেন তিনি। অভিষেক (Abhishek Banerjee) ততক্ষণে ধর্মতলার উদ্দেশে বেরিয়ে পড়েছেন। এরপর অখিলেশকে সঙ্গে নিয়ে শহিদ সমাবেশের মঞ্চে উপস্থিত হন তৃণমূল নেত্রী। মঞ্চেই অভিষেকের সঙ্গে অখিলেশের দেখা হয়।
আরও পড়ুনঃ DA বাড়িয়ে শুরু কড়াকড়ি! এই সরকারি কর্মীদের জন্য লম্বা নির্দেশিকা সরকারের, উড়ল রাতের ঘুম
তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, সভা শেষের মুখে অখিলেশকে কাছে ডেকে নেন মমতা (Mamata Banerjee)। তাঁর হাত ধরে প্রশংসা করেন এবং জাতীয় রাজনীতিতে ‘ইন্ডিয়া’ জোট নিয়ে বার্তা দেন তিনি। তবে তখন ‘ভাইপো’ অভিষেককে ডাকেননি তৃণমূল নেত্রী। সেটাই নজর কেড়ে নেয় অনেকের। তাহলে কি পিসি-ভাইপোর মধ্যে দূরত্ব বাড়ছে? উঁকি দেয় এই প্রশ্ন।
এখানেই শেষ নয়। সমাবেশে শেষের পর তৃণমূল নেত্রী এদিনের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। এর মধ্যে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশের ছবি থাকলেও উল্লেখযোগ্যভাবে অভিষেকের কোনও ছবি নেই। একই জিনিস চোখে পড়েছে অভিষেকের ফেসবুক পোস্টের ক্ষেত্রেও। সেখানে আবার দলের সুপ্রিমোর কোনও ছবি চোখে পড়েনি। তাহলে কি জল্পনাই সত্যি? সত্যিই দূরত্ব বেড়েছে তৃণমূল নেত্রী এবং দলের সেকেন্ড ইন কমান্ডের (Mamata Banerjee Abhishek Banerjee)? আপাতত এই প্রশ্নেই উত্তাল বাংলার রাজ্য রাজনীতি।