RSS পাল্টা বঙ্গ জননী বাহেনী ঃ মমতা

 

BanglaHunt : আজ নৈহাটি থেকে মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেন, বিজেপি যদিRSS থাকে তাহলে আমাদেরও পাল্টা জয় হিন্দ বাহিনী তৈরি হবে এবং ছেলেদের জন্য তৈরি হবে ড্রেসকোড, সেখানে ছেলেদের সাদা পাঞ্জাবি পড়তে হবে ছেলে দের। প্রায়৪০০ টি বাহিনী গড়ে তোলা হবে, ইতিমধ্যে তার কাজ শুরু করে দিয়েছে তৃণমূল।

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের কাঁদে এই দায়িত্ব তুলে দেন বলেন, বাহিনী তৈরি করা হলো মূলত আরএসএস হিন্দুদের প্রচারকের ভূমিকা গ্রহণ করে সেই ভূমিকায় এবার জয় হিন্দ বাহিনী তৈরি করল তৃণমূল।

এরা মূলত হিন্দুত্ব প্রচার করবে এবং তৃণমূলের সাথে কাজ করবে। এখন দেখার বিষয় এর ফলে রাজ্যের পরিস্থিতি শান্ত হয় কিনা।

418f8 screenshot 20190530 181732
এদিকে মেয়েদের জন্য তৈরি হলো বঙ্গ জননী বাহেনী। এছাড়া তাদের শাড়ি থাকবে আর সবুজ সাদা পার৷

সম্পর্কিত খবর