বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) একাধিক জনমুখী প্রকল্প (Scheme) রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষ সুবিধা পেয়ে আসছেন। আর্থিকভাবে সাহায্য করা থেকে শুরু করে স্বাস্থ্য বীমা, ৮ থেকে ৮০ সব ধরনের জনগণের জন্য বিভিন্ন প্রকল্প চালিয়ে আসছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government) ।
পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) প্রকল্প (Scheme)
রাজ্য সরকারের (State Government) তেমনই একটি স্কিম হল সুসংসহ উদ্যানপালন উন্নয়ন মিশন। এই প্রকল্পের আওতায় আরো ভালোভাবে নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারবেন কৃষক এবং এফপিসি, এফপিও। যারা স্বাধীনভাবে কাজ করে নিজেদের কর্মক্ষেত্র আরও বৃদ্ধি করতে চাইছেন তাদের জন্য এই প্রকল্প অত্যন্ত সহায়ক হতে পারে। মসলা চাষের উপর চাষীদের দেওয়া হচ্ছে বিশেষ সুবিধা। প্রতি হেক্টর জমিতে সরকারের তরফে প্রকল্পের খরচের চল্লিশ শতাংশ সর্বাধিক ১২০০০ টাকা পর্যন্ত অনুদান পাওয়া যাবে।
আরোও পড়ুন : অগ্নিগর্ভ বাংলাদেশ! অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল দুই বাংলার ‘এই’ জনপ্রিয় ট্রেন
পেঁয়াজ সংরক্ষণের পরিকাঠামো (২৫ মেট্রিক টন) গড়ে তুলতে চাইলে সরকার (West Bengal Government) বিশেষভাবে সাহায্য করবে। সম্পূর্ণ প্রকল্প খরচের অর্ধেক সর্বাধিক ৮৭ হাজার টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে সরকারের তরফে। এছাড়াও ব্যবসার (Business) মোট খরচের ৫০ শতাংশ অনুদান দেওয়া হবে ৯ মিটার× ৬ মিটারের একটি ফলের প্যাকিং হাউস প্রজেক্ট তৈরি করলে। প্রতি প্যাক হাউজ পিছু সর্বোচ্চ দু লক্ষ টাকা পর্যন্ত অনুমান দেওয়া হবে।
৪০ শতাংশ বা সর্বোচ্চ ৭৫০০০ টাকা প্রতি ইউনিট অনুদান দেওয়া হবে আট হর্স পাওয়ার অথবা তার থেকে বেশি ক্ষমতা সম্পন্ন পাওয়ার টিলার নিতে চাইলে। গ্রিন হাউজ ঘর তৈরি করলে সরকারের তরফে ৫০ শতাংশ বা সর্বোচ্চ ৫৩০ টাকা প্রতি বর্গমিটার হিসাবে অনুদান দেওয়া হবে। একজন কৃষক সর্বোচ্চ চার হাজার বর্গমিটারের গ্রিন হাউজ ঘরের জন্য অনুদান পাবেন সরকারের থেকে।