বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে কার্যত রণক্ষেত্র হয়ে রয়েছে বাংলাদেশ (Bangladesh)। কোটা সংস্কারের দাবিতে ওই দেশে চলছে জোরদার আন্দোলন। এমতাবস্থায়, তার সরাসরি প্রভাব পড়ল হাওড়ার পাইকারি মাছের বাজারে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, প্রতিদিন বাংলাদেশ (Bangladesh) থেকে বিপুল পরিমাণে মাছ আমদানি করা হয়। যদিও, বিগত ৩-৪ দিন ধরে সেই আমদানির আর যথেষ্ট পরিমাণে ব্যাহত হয়েছে। তার জেরে বর্ষার মরশুমে ইলিশ সহ বিভিন্ন মাছের জোগানে পড়েছে টান।
বাংলাদেশ (Bangladesh) থেকে বন্ধ মাছ আমদানি:
শুধু তাই নয়, আমদানি ব্যাহত হওয়ার ফলে মৎস্যজীবীদের দৈনিক বিপুল টাকার লোকসান হচ্ছে বলেও জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, বাংলাদেশে (Bangladesh) আন্দোলনের জেরে ইতিমধ্যেই বাতিল করা হয়েছে ট্রেন। পাশাপাশি, সেই দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা ছাড়াও লাগু হয়েছে কারফিউ। অর্থাৎ, সামগ্রিক পরিস্থিতি বর্তমানে যথেষ্ট প্রভাবিত হয়েছে। আর সেই কারণেই বন্ধ রয়েছে মাছের আমদানি।
এদিকে, হাওড়ার মাছের বাজারে দৈনিক বাংলাদেশ (Bangladesh) থেকে প্রায় ১০০ টন ভেটকি, পাবদা, পাঙাস, ট্যাংরা, পমফ্রেট-সহ বিভিন্ন ধরণের মাছ আমদানি করা হয়। বিগত ৩-৪ দিন ধরে তা বন্ধ রয়েছে। এমতাবস্থায়, সামগ্রিক বিষয়টির পরিপ্রেক্ষিতে ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ জানিয়েছেন যে, বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার কারণে তাঁরা অনলাইনে ওই দেশের ব্যবসায়ীদেরকে টাকা প্রদান করতে পারছেন না। যার ফলে দেওয়া যাচ্ছে না নতুন অর্ডার।
আরও পড়ুন: অলিম্পিকে বিরাট চমক দেখাবে ভারত! সবার নজর কাড়তে প্রস্তুত এই ৫ অ্যাথলিট
এর পাশাপাশি, বর্তমান সময়ে বাংলাদেশ (Bangladesh) থেকে এই রাজ্যে গাড়ি চলাচলের পরিমাণও কমেছে। এর জেরে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মাছের ব্যবসায়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক প্রায় আড়াই কোটি টাকার লোকসান হচ্ছে বলে জানা গিয়েছে। বিষয়টির প্রসঙ্গে মাকসুদ জানিয়েছেন যে, ‘‘বাংলাদেশ থেকে বর্ষাকালে পদ্মার ইলিশ আমদানি করা হয়। তবে, এবারে ইলিশ আমদানির জন্য চিঠি লেখার কাজ শুরু করা হলেও ইলিশ আদৌ মিলবে কিনা তা নিশ্চিত নয়।”
আরও পড়ুন: চন্দ্রযান-৩ ফের করল বাজিমাত! ভারতের এই মিশন পেল “ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড”
তিনি আরও জানান, “এইভাবে অশান্তি চলতে থাকলে চলতি বছরে বাংলাদেশের (Bangladesh) ইলিশ হয়তো নাও আসতে পারে।” তাই, কবে ওই দেশের অগ্নিগর্ভ পরিস্থিতি স্বাভাবিক হয় আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছেন মৎস্য ব্যবসায়ীরা।