বাংলা হান্ট ডেস্ক: বিগত কয়েকদিন ধরে বাংলাদেশে (Bangladesh) রক্তক্ষয়ী আন্দোলন চলছে। শুধু তাই নয়, কোটা সংস্কারের দাবিতে পড়ুয়াদের এই আন্দোলন বারংবার উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ঠিক এই আবহেই এবার একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করায় ৫৭ জন বাংলাদেশিকে কারাগারে পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর আদালত। এই প্রসঙ্গে BBC জানিয়েছে যে, তাঁদের মধ্যে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৫৩ জনকে ১০ বছরের এবং ১ জনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাংলাদেশ (Bangladesh) সরকারের বিরুদ্ধে গর্জে উঠে জেলে গেলেন ৫৭ জন বাংলাদেশি:
এদিকে, তাঁদের সাজা শেষ করে বাংলাদেশে (Bangladesh) ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মূলত, এই বিক্ষোভকারীরা সংযুক্ত আরব আমিরশাহীতে বসবাসকালে বাংলাদেশে সংরক্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন। বিষয়টির পরিপ্রেক্ষিতে তাঁদের আইনজীবী জানিয়েছেন, ওই প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্য দেশের শান্তি বিঘ্নিত করা ছিল না। এদিকে স্থানীয় লোকজন জানান, বিক্ষোভকারীরা শীঘ্রই একটি বড় মিছিল বের করার পরিকল্পনা করছে।
খালিজ টাইমসের রিপোর্টে বলা হয়েছে, গত ১৯ জুলাই ওই বাংলাদেশিদের (Bangladesh) গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরশাহীতে হিংসাত্মক মনোভাব ও দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। ৩০ জনের একটি দলের তদন্তের পর সোমবার তাঁদের আদালতে হাজির করা হয় এবং সেখানেই সাজা ঘোষণা করা হয়। এদিকে, মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই শাস্তির সমালোচনা করেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সংযুক্ত আরব আমিরশাহীতে অন্যান্য দেশের বিরুদ্ধে প্রতিবাদ করা বেআইনি। UAE-র মতে, এহেন প্রতিবাদ অন্যান্য দেশের সাথে সম্পর্ক নষ্ট করার ঝুঁকি তৈরি করে। আসলে সংযুক্ত আরব আমিরশাহীতে ৯০ শতাংশ বিদেশি থাকেন। তাঁদের মধ্যে এক-তৃতীয়াংশ বাংলাদেশি।
আরও পড়ুন: রণক্ষেত্র বাংলাদেশে এবার আরও জোরালো আন্দোলন! সরকারকে দেওয়া হল ২৪ ঘন্টা সময়
গত ১২ জুলাই থেকে বাংলাদেশে চলছে হিংসাত্মক আন্দোলন: বাংলাদেশে (Bangladesh) সরকারি চাকরিতে সংরক্ষণের বিরুদ্ধে ১২ জুলাই থেকে আন্দোলনের রেশ অব্যাহত রয়েছে। এখনও পর্যন্ত এই আন্দোলনে ১৬২ জনেরও বেশি মানুষ মারা গেছেন এবং ৫০০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এমতাবস্থায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য গত ১৯ জুলাই থেকে দেশে কারফিউ জারি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের রাজপথে হিংসা নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনা। সেইসঙ্গে আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে।
রিজার্ভেশনের নিয়ম বদল করল সুপ্রিম কোর্ট: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত ২১ জুলাই, বাংলাদেশের (Bangladesh) সুপ্রিম কোর্ট সরকারি চাকরিতে ৫৬ শতাংশ সংরক্ষণের জন্য ঢাকা হাইকোর্টের সিদ্ধান্ত বাতিল করে। রবিবার ওই আদেশ জারি করার সময়, আদালত সংরক্ষণের হার ৫৬ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করেছে। যার মধ্যে মুক্তিযোদ্ধাদের পরিবার ৫ শতাংশ সংরক্ষণ পাবে। যা আগে ছিল ৩০ শতাংশ। বাকি ২ শতাংশ জাতিগত সংখ্যালঘু, ট্রান্সজেন্ডার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বরাদ্দ রয়েছে। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, এবার থেকে বাংলাদেশে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ চাকরি প্রদান করা হবে।