বাংলা হান্ট ডেস্ক: শ্রাবণ মাসের শুরু, সাথেই আবহাওয়ার ভোলবদল। সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলা। ওদিকে বেলা বাড়লে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা জেলায় জেলায়। হতে পারে বজ্রপাতও। সেই পূর্বাভাসই দিল আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)।
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টি (South Bengal Weather)
মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের চারটি জেলায়। বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে। এই সমস্ত জেলাগুলিতে ৭ – ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ইতিমধ্যেই জারি হয়েছে হলুদ সতর্কতা।
আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস। এরপর বুধবার, বৃষ্টি হবে কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরে।
বুধবার থেকে বৃষ্টির দাপট কমলেও সপ্তাহভর রাজ্যের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে কোনও সতর্কতা জারি করা হয়নি আবহাওয়া দপ্তরের তরফে। মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা। তবে বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ বেশি থাকায় বহাল থাকবে আদ্রতাজনিত অস্বস্তি।
আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দুই জেলায়। তালিকায় কালিম্পং এবং আলিপুরদুয়ার। দুই জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়া চলতি সপ্তাহে ভারী বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই উত্তরের কোথাও। হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকতে পারে।