বাংলাহান্ট ডেস্ক: ভারতের পরিবহণ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রেল (Indian Railways)। তবে রেলের (Indian Railways) বিরুদ্ধে যাত্রীদের অভিযোগ নেহাত কম নয়। পরিষ্কার পরিচ্ছন্ন বিছানার অভাব থেকে শুরু করে নোংরা শৌচাগার, অভিযোগের লিস্ট তৈরি করতে বসলে শেষ হওয়ার নয়।
AI (Artificial Intelligence) ব্যবহার ভারতীয় রেলে (Indian Railways)
তবে এবার ভারতীয় রেল (Indian Railways) বড় উদ্যোগ নিয়েছে যাত্রীদের অভিযোগ নিষ্পত্তি করার জন্য। ভারতীয় রেল এবার এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) ব্যবহার করতে চলেছে রেলে লিনেন পরিষেবায় পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে। ট্রেনে যাত্রীদের জন্য বরাদ্দ করা অপরিচ্ছন্ন লিনেন সমস্যা মেটানোর জন্য ব্যবহার করা হবে AI – ক্যামেরা ভিত্তিক প্রযুক্তি।
আরোও পড়ুন : কালো দুধ দেয় একমাত্র এই প্রাণীটিই! এও কী সম্ভব? অবিশ্বাস্য লাগলেও চিনুন অ্যানিমালটিকে
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) একটি মেশিন সম্প্রতি উদ্বোধন করেছেন। চূড়ান্ত প্যাকিংয়ের আগে লিনেনগুলোর ছেঁড়া-ফাটা-দাগ শনাক্ত করবে এই মেশিন। দুটি বিছানার চাদর, একটি বালিশের কভার, একটি হাতের তোয়ালে এবং একটি কম্বল থাকে প্রতিটি প্যাকেটে। সেগুলোর প্রত্যেকটি যত্ন করে পরীক্ষা করা হবে।
এক রেল আধিকারিক জানিয়েছেন, অত্যাধুনিক মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করে ১০০ শতাংশ নির্ভুল লিনেনের দাগ এবং ক্ষতি চিহ্নিত করা হবে। চাদরের দাগ ও ক্ষতি সিস্টেম রেকর্ড করে সেভ করতে পারবে। এর ফলে লিনেনের মান নিয়ন্ত্রণ আরো ফোকাস হবে। আপাতত পরিকল্পনা করা হয়েছে মধ্য রেলওয়ে এবং পশ্চিম রেলওয়ের লন্ড্রিতে এই মেশিনের ব্যবহার শুরু করা হবে।