লাফিয়ে বাড়ল অনুদান! দুর্গাপুজোয় ৪৩ হাজার ক্লাবকে ৮৫,০০০ করে দেবে রাজ্য সরকার

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটে তৃণমূলের ছক্কা হাঁকানোর পরই মনে করা হচ্ছিল এবার ফের দুর্গাপুজো উপলক্ষে ক্লাবগুলির অনুদান বাড়াতে পারে রাজ্য সরকার। আর তাই হল। দুই কিংবা পাঁচ হাজার নয়, আগের বারের থেকে ১৫ হাজার টাকা বাড়ল অনুদান (Durgapujo Donation)। এবার পুজোয় ক্লাবগুলিকে ৮৫ হাজার করে অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)।

পুজো অনুদান নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)

লোকসভা নির্বাচনে বিপুল জয়ের পরই একাধিক ভাতা বৃদ্ধি (Allowance Increment) করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরই মধ্যে এবার রাজ্যের ৪৩ হাজার দুর্গাপুজো কমিটির জন্য অনুদান বাড়িয়ে দিল রাজ্য সরকার।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আর মাত্র দু’মাস বাকি। ইতিমধ্যে পুজো কমিটিগুলি জোর কদমে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। এরই মাঝে তাদের আনন্দ-উৎসাহ দ্বিগুন করে এক লাফে ১৫০০০ টাকা বাড়ল অনুদান। প্রসঙ্গত দূর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পর পুজো কমিটিগুলিকে আর্থিক সাহায্যের পরিমাণ দশ হাজার টাকা বাড়িয়ে দিয়েছিল রাজ্য সরকার। সে বছর পুজো অনুদান ৫০ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছিল ৬০ হাজার টাকা।

এরপর গত বছর অর্থাৎ হেরিটেজ তকমা পাওয়ার দ্বিতীয় বছর ফের ১০,০০০ টাকা আর্থিক সাহায্য বাড়ান মুখ্যমন্ত্রী। রাজ্য জুড়ে প্রায় ৪৩ হাজার পুজো কমিটির জন্য এবার ৭০,০০০ টাকা করে অনুদানের ঘোষণা করা হয়েছিল ২০২৩ এ। আর এবার আরও বড় ধামাকা। এক লাফে অনুদান বেড়েছে হল ৮৫০০০।

nabanna mamata 1

আরও পড়ুন: বজ্রপাত! দু’ঘণ্টায় কলকাতা সহ ৫ জেলায় ঝেঁপে বৃষ্টি, জারি সতর্কতা: আবহাওয়ার খবর

আগামী বছর নিয়েও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ২০২৫-এ দুর্গাপুজোর অনুদান ১ লক্ষ টাকা দেওয়া হবে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ফায়ার লাইসেন্স-সহ সমস্ত সরকারি ফি মকুব সহ বিদ্যুতের দামে ৭৫ শতাংশ ছাড়ের ঘোষণা রাজ্যের তরফে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর