বাংলার সবচেয়ে শিক্ষিত জেলা কোনটি জানেন? ভুলেও কলকাতার কথা ভাববেন না কিন্তু!

বাংলাহান্ট ডেস্ক: ২০১১ সালের জনগণনায় জানা যায় পশ্চিমবঙ্গে (West Bengal) সাক্ষরতার (Literacy) হার ৭৬.২৬%। ভারতে সাক্ষরতার হার ৭৪.০৪%। অর্থাৎ ভারতের থেকে সাক্ষরতার হারে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। সাক্ষরতার হারে ৩৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে ২০তম স্থানে।

বাংলার (West Bengal) জেলাগুলির সাক্ষরতার হার

পশ্চিমবঙ্গে (West Bengal) শিক্ষিত মানুষের হারের তালিকায় নদিয়া জেলা রয়েছে দশম স্থানে। এখানে সাক্ষরতার হার ৭৫.৫৮ শতাংশ। সাক্ষরতার হারে নবম স্থানে রয়েছে বর্ধমান। এই জেলায় সাক্ষরতার হার ৭৭.১৫ শতাংশ। সব থেকে শিক্ষিত মানুষের তালিকায় পশ্চিমবঙ্গের মধ্যে অষ্টম স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা।

আরোও পড়ুন : ধামাকাদার অফার! এবার FD করলেই পাবেন ৭.৯% সুদ, জনপ্রিয় এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই বাজিমাত

দক্ষিণ ২৪ পরগনা জেলায় সাক্ষরতার হার ৭৮.৫৭ শতাংশ। তারপর সপ্তম স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা। এখানে সাক্ষরতার হার ৭৯.০৪ শতাংশ।সাক্ষরতার হারে পশ্চিমবঙ্গে ষষ্ঠ স্থানে রয়েছে দার্জিলিং। শৈল শহরের সাক্ষরতার হার ৭৯.৯২ শতাংশ। স্বাক্ষরতার হারে পঞ্চম স্থানে অবস্থান করছে হুগলি।

আরোও পড়ুন : চাদর থেকে শুরু করে কম্বল, ঠিক কতটা ‘ক্লিন’ জানিয়ে দেবে AI! অভিনব উদ্যোগ ভারতীয় রেলের

এই জেলায় সাক্ষরতার হার ৮২.৫৫ শতাংশ। সাক্ষরতার হারে হাওড়া রয়েছে চতুর্থ স্থানে। এখানে সাক্ষরতার হার ৮৩.৮৫ শতাংশ। সাক্ষরতার হারে তৃতীয় স্থানে অবস্থান করছে উত্তর ২৪ পরগনা। কলকাতা লাগোয়া এই জেলায় সাক্ষরতার হার ৮৪.৯৫ শতাংশ। পশ্চিমবঙ্গের (West Bengal) রাজধানী কলকাতা সাক্ষরতার হারে দ্বিতীয়। কলকাতায় (Kolkata) সাক্ষরতার হার ৮৭.১৪ শতাংশ।

Indian school teacher

গোটা পশ্চিমবঙ্গে (West Bengal) সাক্ষরতার হারে সবথেকে এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর (East Midnapore)। পূর্ব মেদিনীপুরে স্বাক্ষরতার হার ৮৭.৬৬ শতাংশ। ভারতবর্ষে শেষবার ২০১১ সালে জনগণনা হয়েছিল। তারপর দীর্ঘদিন কেটে গেলেও সরকার জনগণনার উদ্যোগ নেয়নি। ২০১১ সালে প্রাপ্ত তথ্য অনুযায়ী আজকের প্রতিবেদনটি প্রকাশ করা হচ্ছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর