বাংলা হান্ট ডেস্ক: আমাদের চারপাশে মাঝেমধ্যেই এমন কিছু ঘটনা ঘটে যেগুলি খুব সহজেই আকৃষ্ট করে সবাইকে। শুধু তাই নয়, ওই ঘটনাগুলি রীতিমতো উঠে আসে আলোচনার কেন্দ্রবিন্দুতেও। এমনিতেই আমরা জানি যে ভালোবাসা কোনও বাধা মানে না। সমস্ত দেশ, গণ্ডি, বিভাজনকে উপেক্ষা করতে পারে দু’টি মনের মিল (Marriage)।
নবদ্বীপের যুবককে বিয়ে (Marriage) করলেন ব্রাজিলিয়ান তরুণী:
এদিকে, সেই প্রেমকে পূর্ণতা দিতেই কিছুজন এমন নজির তৈরি করেন যা স্থান পায় খবরের শিরোনামেও। সেই বেশ বজায় রেখেই সামনে এল কার্তিকের বিয়ের প্রসঙ্গ। সম্প্রতি নবদ্বীপের যুবক কার্তিক মন্ডলের সাথে বিবাহবন্ধনে (Marriage) আবদ্ধ হলেন সুদূর ব্রাজিল থেকে আসা তরুণী।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সোশ্যাল মিডিয়া মারফত পরিচয় হয়েছিল তাঁদের। তারপর চলতে থাকে দীর্ঘ ৬ বছরের প্রেম। আর সেই প্রেমকে পূর্ণতা দিয়ে সাত সমুদ্র তেরো নদী পার করে ওই ব্রাজিলিয়ান তরুণী চলে আসেন কার্তিকের কাছে। দু’জনের পরিবারের সদস্যদের সম্মতি নিয়েই সম্পন্ন হয় তাঁদের বিবাহ।
আরও পড়ুন: বাজেটের একটি ঘোষণাতেই হইচই দেশজুড়ে! সোনার দাম আচমকাই কমল ৪,০০০ টাকা, সস্তা হল রুপোও
শুধু তাই নয়, সমস্ত রীতিনীতি মেনে এবং গায়ে হলুদ থেকে শুরু করে প্রতিটি প্রক্রিয়া পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে একদম গান্ধর্ব মতে বিবাহ (Marriage) করেন তাঁরা। বাঙালি বধূর সাজে সজ্জিত হন ওই তরুণী। এমতাবস্থায়, মহাসমারোহে সম্পন্ন হয় তাঁদের বিবাহ। যদিও, ভাষাগত বিষয়ে পার্থক্য থাকার কারণে মন্ত্র উচ্চারণে কিছুটা সমস্যা দেখা গেলেও কার্তিক মোবাইলে সংস্কৃত মন্ত্রকে পর্তুগিজে অনুবাদ করে দেন ওই তরুণীকে।
আরও পড়ুন: রণক্ষেত্র বাংলাদেশে এবার আরও জোরালো আন্দোলন! সরকারকে দেওয়া হল ২৪ ঘন্টা সময়
এদিকে, ওই তরুণী জানিয়েছেন তিনি অত্যন্ত খুশি। তিনি বাংলাতেই তা জানানোর চেষ্টা করেন। পাশাপাশি, কার্তিক জানান, সম্পূর্ণ সনাতন হিন্দু মত অনুযায়ী এই বিবাহ (Marriage) সম্পন্ন হয়। এদিকে, ব্রাজিলিয়ান বৌমাকে পেয়ে খুশি কার্তিকের পরিবারও। তাঁদের এই বিবাহের প্রসঙ্গ ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতেও। সেখানে প্রত্যেকেই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।