বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই নিয়ে টানা সপ্তমবার বাজেট (Union Budget 2024-25) পেশ করলেন তিনি। এদিন ছাত্রছাত্রী থেকে শুরু করে দেশের সকল জনগণের উদ্দেশে একাধিক ঘোষণা করা হয়। বিশেষত অনেকেই রেশন সংক্রান্ত ঘোষণা নিয়ে খানিক চিন্তায় ছিলেন। সেই নিয়েও বড় আপডেট দেন অর্থমন্ত্রী।
বাজেটে (Union Budget 2024-25) রেশন নিয়ে কী বললেন নির্মলা সীতারমণ?
করোনার সময় থেকে এদেশের দরিদ্র নাগরিকদের জন্য বিনামূল্যে রেশন (Free Ration Scheme) দেওয়া শুরু হয়েছিল। কারোর যাতে খাওয়াদাওয়ার অসুবিধা না হয় সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়। নির্দিষ্ট কার্ড অনুসারে প্রত্যেক মাসে ফ্রি-তে চাল, গম পাওয়া যায়। সরকারের এই উদ্যোগের ফলে উপকৃত হয়েছিলেন এদেশের কোটি কোটি মানুষ।
এদিকে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই শোনা যায়, বিনামূল্যে রেশন (Free Ration) দেওয়ার এই প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হবে। স্বাভাবিকভাবেই একথা শুনে চিন্তায় পড়েছিলেন অনেকে। এবার বাজেট পেশের সময় জানানো হল, আগামী ৫ বছরের জন্য বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু রাখবে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ ভোটের আগে যেমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তেমনটাই করা হল।
আরও পড়ুনঃ ১২% সুদ সহ ফেরাতে হবে বেতন! মাথায় বাজ ‘ভুয়ো’ শিক্ষকদের, রাজ্যকে কড়া নির্দেশ হাইকোর্টের
উল্লেখ্য, ফ্রি রেশন (Ration) ব্যবস্থার ফলে যে শুধুমাত্র এদেশের গরিব মানুষরা উপকৃত হয়েছেন তা নয়। দিন দিন যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে মধ্যবিত্তদের পকেটেও চাপ পড়ছে। এবার যদি রেশনে চাল, গম পাওয়া যায় তাহলে সেই খরচ থেকে তাঁরাও কিছুটা রেহাই পাবেন।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বর্তমানে এদেশে প্রায় ৪০ কোটির বেশি মানুষের রেশন কার্ড রয়েছে। এবারের বাজেটে (Union Budget 2024-25) ফ্রি রেশন ব্যবস্থা নিয়ে ‘স্বস্তির বাণী’ শুনিয়ে দিল কেন্দ্র। এর ফলে কোটি কোটি মানুষের সুরাহা হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।