বাংলা হান্ট ডেস্কঃ ফের প্রেসিডেন্সি জেলে অসুস্থ হয়ে পড়লেন রেশন দুর্নীতি মামলায় (Ration Scam) ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে আচমকাই বুকে ব্যথা শুরু হয় বালুর। এরপরই তড়িঘড়ি তাকে এসএসকেএম (SSKM) হাসপাতালে নিয়ে আসা হয়।
ফের অসুস্থ জ্যোতিপ্ৰিয় মল্লিক (Jyotipriya Mallick)
হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার রাতেই চিকিৎসকেরা জ্যোতিপ্রিয়ের স্বাস্থ্য পরীক্ষা করেন। প্রাক্তন মন্ত্রীর বেশ কিছু শারীরিক পরীক্ষা হয়েছে বলে জানা গিয়েছে। হাসপাতালের কার্ডিয়োলজির জরুরি বিভাগে ছিলেন জ্যোতিপ্ৰিয়। সমস্ত পরীক্ষা-নিরীক্ষার পর উদ্বেগজনক কিছু না থাকায় প্রয়োজনীয় ওষুধ দিয়ে রাতেই ছেড়ে দেওয়া হয় তাকে। বর্তমানে জেলে রয়েছেন বালু।
জানা গিয়েছে, মঙ্গলবার বুকে ব্যথা শুরু হয় জ্যোতিপ্রিয়র। প্রথমে জেলের চিকিৎসকদের হাতে চিকিৎসা হয় তার। তবে ব্যথা না কমায় এসএসকেএম হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে তাকে কার্ডিয়োলজির জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বর্তমানে স্থিতিশীল রয়েছেন তিনি।
আরও পড়ুন: জমির জন্য এবার ভূ-আধার, শহুরে জমির রেকর্ডে ডিজিটাইজেশনও, কেন্দ্রের বিরাট ঘোষণা
প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসে রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। তারপর থেকে জেলেই দিন কাটছে তার। তবে দীর্ঘ এই সময়ের মধ্যে একাধিকবার অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্ৰিয়। যদিও আগের থেকে শারীরিক সমস্যা রয়েছে বালুর। সুস্থ থাকতে ওষুধ খেতে হয় তাকে। জানা গিয়েছে প্রাক্তন মন্ত্রীর রক্তচাপের সমস্যা রয়েছে। কিডনিজনিত সমস্যাও রয়েছে। একাধিক জ্যোতিপ্রিয়ের (Jyotipriya Mallick) অসুস্থতার কথা আদালতেও উল্লেখ করেছেন তার আইনজীবী।