বাংলাHunt :মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নৈহাটিতে ঘর ছাড়াদের ঘরে ফেরাতে তৈরি হচ্ছে এবং যত ক্লাব এবং তৃণমূলের পার্টি অফিস দখল হয়ে গেছিল তা ফেরানোর দাবিতে মুখ্যমন্ত্রী সোচ্চার হচ্ছেন।
সেই সময় বিধান নগর মেয়র- নিউ টাউনের বিধায়ক সব্যসাচী দত্ত বারাসাতে কোটে একটি মামলায় হাজিরা দিতে এসে বলেন মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করে এবং তিনি উত্তর ২৪পরগনার সমস্ত নেতৃত্ববৃন্দ যখন নৈহাটিতে ধরনায় বসেছেন। সেই সময় সব্যসাচী দত্ত কে দেখা গেলো না মঞ্চের বরং দল কে কটাক্ষ করলেন।
তাহলে কি সব্যসাচী দত্ত বিজেপির দিকে পা বাড়াচ্ছে রাজনৈতিক সমীকরণ কোন দিকে যায় সেদিকে অবশ্যই নজর থাকবে।
দেখার বিষয় দল তাকে বহিষ্কার করে কিনা যদি বহিষ্কার করে, তাহলে দলের উপর চাপ সৃষ্টি করে তিনি বিজেপিতে যোগদান করতে পারে বলে সূত্র জানাচ্ছে।
সিনিয়র নেতাদের তুমুল ঝগড়া! মাথা ব্যথাই নেই মমতা-অভিষেকের, নেপথ্যের কারণ জানেন?