বাংলাহান্ট ডেস্ক : আপনার আইকিউ (IQ) ও বুদ্ধিমত্তা পরীক্ষার একটি বিশেষ উপায় হল অপটিক্যাল ইল্যুশন (Optical Illusion)। চোখের সামনে থাকা কোনও বিষয়বস্তুর মধ্যে থেকে একটি বিশেষ জিনিস খুঁজে বার করতে পারাটা নিঃসন্দেহে কঠিন কাজ। তবে এই কঠিন কাজ যদি আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে পারেন তাহলেই কেল্লাফতে।
একটি মজার অপটিক্যাল ইল্যুশনের Optical Illusion) ধাঁধা
বাইরে থেকে যা কিছু সুস্পষ্ট, সহজেই দৃশ্যমান, অপটিক্যাল ইল্যুশন (Optical Illusion) সেখানে বিভিন্ন স্তরের সৃষ্টি করে। সেখানে সেই স্তর ভেদ করে নির্দিষ্ট বিষয়টিকে খুঁজে বার করলে বাড়তে পারে আপনার আত্মবিশ্বাস। বলা হয়ে থাকে যারা উচ্চ আইকিউসম্পন্ন ব্যক্তি তারা সহজেই এই ধরনের অপটিক্যাল ইল্যুশনের সমাধান করতে পারেন।
আরোও পড়ুন : দুর্দান্ত খবর! কাজের সুযোগ দিচ্ছে SAI, দেখুন কোন পদে আবেদন করতে পারবেন
কারণ এই ধরনের ব্যক্তিরা সহজেই দ্রুত ও নির্ভুলভাবে সিদ্ধান্ত নিতে পারেন। নিজের ইন্দ্রিয়ের ক্ষমতা প্রদর্শনের মাধ্যমে সমাধান করতে পারেন জটিল সমস্যার। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি তেমনই একটি অপটিক্যাল ইল্যুশনের (Optical Illusion) খেলা। আর এভাবেই আপনি হয়ে উঠতে পারেন জিনিয়াস (Genius)।
আরোও পড়ুন : সাবধান! ভয় ধরাচ্ছে বিদ্যুতের খরচ! এবার ইলেকট্রিক বিলের উপর ‘এই’ চার্জ বাড়াল সরকার
আজকের ছবিটিতে মূল বিষয়বস্তু একটি কুকুর (Dog)। তবে সেই কুকুরের চারপাশে ছড়িয়ে রয়েছে অসংখ্য জিনিস। সেই অসংখ্য জিনিসের মধ্যে থেকে আপনাকে খুঁজে বার করতে হবে একটি কাঁচের বাটি (Glass bowl)। এই কাঁচের বাটি খুঁজে বার করার জন্য আপনি পাবেন মাত্র ১২ সেকেন্ড সময়।
আপনার সময় শুরু হয়ে যাওয়ার পর মন দিয়ে পর্যবেক্ষণ করুন পুরো ছবিটি। তারপর ১২ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করার চেষ্টা করুন কাঁচের বাটিটি।যদি আপনি ১২ সেকেন্ডের মধ্যে কাঁচের বাটিটি খুঁজে না পান তাহলে হতাশ হবেন না। নিচের ছবিটিতে মার্ক করে আমরা কাঁচের বাটিটি চিহ্নিত করে দেখিয়েছি।