বাংলাহান্ট ডেস্ক : ভারতে বেকারত্ব অন্যতম একটি বড় সমস্যা। বিপুল জনসংখ্যার দেশ ভারতে বেকারত্বের হার কমাতে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। অনেক যুবক-যুবতী রয়েছেন যাদের কাছে ডিগ্রী থাকা সত্ত্বেও পাচ্ছেন না চাকরির সুযোগ। এই অবস্থায় যুবসমাজকে স্বাবলম্বী করে তুলতে কেন্দ্রীয় সরকারের (Central Government) রয়েছে একাধিক প্রকল্প (Scheme)। এই প্রকল্পগুলির (Scheme) মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা এবং প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা।
চলুন এই প্রকল্পগুলি (Scheme) সম্পর্কে আজ জেনে নেওয়া যাক।
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা: নরেন্দ্র মোদির সরকার ২০১৫ সালে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা সামনে নিয়ে আসে। এই প্রকল্পের অধীনে ১০ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে জমানতমুক্ত ঋণ। অ-কর্পোরেট ও অ-কৃষি ক্ষেত্রে এই ঋণ দেওয়া হয়ে থাকে। যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এই প্রকল্প (Scheme) সহায়ক হতে পারে। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রকল্পের আওতায় ঋণ নিয়ে শুরু করতে পারেন নিজের উদ্যোগ।
আরোও পড়ুন : ভারতের ১ টাকার সমান পাকিস্তানের কত জানেন? ভালো করে দেখুন হিসেব, চমকে যাবেন আপনিও
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা: যুব সমাজকে স্বাবলম্বী করতে এই প্রকল্পটিও শুরু হয় ২০১৫ সালে। প্রধানমন্ত্রী যুবক প্রশিক্ষণ নামেও পরিচিত এই প্রকল্প (Scheme)। এই প্রকল্পের আওতায় যুবকদের বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয়। প্রশিক্ষণ সম্পূর্ণ হলে দেওয়া হয় সার্টিফিকেট। এছাড়াও সাহায্য করা হয় নতুন ব্যবসা শুরুর জন্য।
প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা: এই প্রকল্পের (Scheme) অধীনে রাস্তায় ব্যবসা করা ব্যবসায়ীদের দেওয়া হয়ে থাকে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ। জামানতমুক্ত এই ঋণ গ্রহণ করলে ব্যাংকের কাছে কোনও কিছু জমা রাখতে হয় না। মোদি সরকার ফুটপাতের বিক্রেতাদের ব্যবসা বৃদ্ধির উদ্দেশ্যে ২০২০ সালে এই প্রকল্প শুরু করে। তিন কিস্তিতে পাওয়া যায় এই ঋণের টাকা। প্রথম কিস্তিতে দেওয়া হয়ে থাকে দশ হাজার টাকা পর্যন্ত ঋণ। সেই ঋণের টাকা সময়মতো পরিশোধ করলে মেলে দ্বিতীয় কিস্তিতে কুড়ি হাজার টাকা পর্যন্ত ঋণ। দ্বিতীয় কিস্তির টাকা সময়মতো পরিশোধ করলে ৫০০০০ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায় এই প্রকল্পের অধীনে।