বাংলাহান্ট ডেস্ক: রণজয় বিষ্ণুকে (Ranojoy Bishnu) নিয়ে এখন জোর চর্চা চলছে টলিউডে (Tollywood)। সোশ্যাল মিডিয়ায় বেশ বড় রকমের মহিলা ফ্যান ফলোয়িং রয়েছে অভিনেতা (Actor) রণজয়ের (Ranojoy Bishnu)। এমনকি রণজয়ের প্রাক্তনীর সংখ্যাটাও নেহাত কম নয়। গত বছর অভিনেত্রী সোহিনী সরকারের সাথে রণজয়ের চার বছরের সম্পর্কের ইতি ঘটে।
এক নজরে দেখে নেওয়া যাক অভিনেতা রণজয় বিষ্ণুর (Ranojoy Bishnu) প্রাক্তন প্রেমিকাদের তালিকা।
অস্মিতা মুখোপাধ্যায়: অনেকেই বলেন টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ অভিনেত্রী অস্মিতা মুখোপাধ্যায়ের সাথে সম্পর্ক ছিল রণজয়ের। ২০০৯ সালে এই সম্পর্ক তৈরি হলেও ২০১০ সালের মধ্যে ব্রেকআপ হয়ে যায় তাদের। বর্তমানে বিবাহিতা অস্মিতা।
সায়ন্তনী গুহঠাকুরতা: টলি পাড়ার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতার সাথে সম্পর্ক ছিল রণজয়ের। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন তারা।
শিবাঙ্গি শর্মা: একটা সময় হিন্দি টেলি জগতের পরিচিত মুখ শিবাঙ্গি শর্মার সাথেও নাকি প্রেমের সম্পর্ক ছিল রণজয়ের। যদিও সেই সম্পর্ক এক বছরও টেকেনি।
প্রিয়াঙ্কা মন্ডল: ২০১৫ সালে রণজয়ের জীবনে আসেন প্রিয়াঙ্কা। ছোট পর্দার অভিনেত্রী প্রিয়াঙ্কার সাথে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত সম্পর্ক ছিল রণজয়ের। যদিও সেই সম্পর্ক ভেঙে যায় একটা সময়।
অন্তরা চৌধুরী: মডেল অন্তরা চৌধুরীর সাথে ২০১৯ সালে সম্পর্কে জড়িয়ে ছিলেন রণজয়। যদিও সেই সম্পর্ক কয়েক মাস স্থায়িত্ব পেয়েছিল।
সোহিনী সরকার: ২০২০ সাল নাগাদ অয়ন চক্রবর্তী পরিচালিত ‘জাজমেন্ট ডে’-এর শুটিং করতে গিয়ে প্রেম পর্ব শুরু হয় সোহিনী ও রণজয়ের। অনেকেই বলেন বিচুটি পাতা নিয়ে রণজয় প্রেম নিবেদন করেছিলেন সোহিনীকে। এমনকি লকডাউনের সময় লিভ ইন করতেন সোহিনী ও রণজয়। তবে গত বছর ব্রেকআপ হয়ে যায় তাদের।
কিছুদিন আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে অভিনেত্রী সোহিনী সরকার ও গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে সোহিনীর প্রাক্তন তথা অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। তবে আজকাল গুড্ডি সিরিয়ালের নায়িকা শ্যামৌপ্তির সঙ্গে মাঝে মাঝেই এদিক-ওদিক দেখা যাচ্ছে রণজয়কে। এখনও পর্যন্ত শ্যামৌপ্তির সঙ্গে প্রেম প্রসঙ্গে মুখ খোলেনি কেউই।
“আরও এক ডিভোর্স….”, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার হতে চলেছে বিচ্ছেদ? জল্পনা উস্কে সামনে এল পোস্ট