বাংলা হান্ট ডেস্কঃ আর ৮ বা ৯ ঘণ্টাতে হবে না। এবার থেকে দিনে ১৪ ঘণ্টা করতে হবে কাজ (Working Hours)! সম্প্রতি এই মর্মে রাজ্য সরকারের (State Government) কাছে প্রস্তাবও জমা পড়েছে। যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন কর্মচারীরা।
৯ ঘণ্টা অতীত, এবার দিনে ১৪ ঘণ্টা করে কাজ! (Working Hours)
জানিয়ে রাখি, কর্নাটকে কর্মচারীদের কাজের সময় বৃদ্ধির দাবি তোলা হয়েছে। জানা যাচ্ছে সে রাজ্যে দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সংক্রান্ত আইন সংশোধন করতে চলেছে সরকার। এই আবহে আইটি কোম্পানিগুলি চাইছে সরকারের সেই সংশোধিত আইনে কর্মীদের কাজের সময়ের বিষয়টিও অন্তর্ভুক্ত হোক। নিজের অধীনস্ত কর্মীদের কাজের সময় বাড়ানোর দাবি তুলেছে আইটি কোম্পানিগুলি।
আইটি কোম্পানিগুলির দাবি অনুযায়ী, এবার থেকে কর্মীদের কাজের সময় বাড়ানো হোক। ৯ ঘণ্টার বদলে দিনে ১৪ ঘণ্টা কাজ। কর্মীদের কাজের সময় বা শিফট ১২ ঘণ্টা। তার সঙ্গে ২ ঘণ্টা ওভারটাইম। তবে আইন অনুযায়ী কোনো সংস্থার কর্মীদের দিনে ৯ ঘণ্টা কাজ + ওভারটাইম ১ ঘণ্টা। সবমিলিয়ে ১০ ঘণ্টা কাজ (Working Hours) করানো যায়।
এক্ষেত্রে আইটি কোম্পানিরগুলি প্রস্তাব, ‘আইটি বা কলসেন্টারের কর্মীদের দিনে ১২ ঘণ্টার বেশি এবং টানা ৩ মাসে ১২৫ ঘণ্টার কম কাজের ছাড়পত্র দিক সরকার’। আইটির এই প্রস্তাব নিয়ে ইতিমধ্যেই প্রাথমিকভাবে আলোচনা করেছে সরকার। মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে বিস্তরে আলোচনা হতে পারে বলেও সূত্রের খবর।
আরও পড়ুন: কারও চাই আলাদা রাজ্য, কারও বাড়তি সুবিধা! সুকান্ত, অনন্ত থেকে সৌমিত্র, প্রসঙ্গ ‘বঙ্গভঙ্গ’!
আইটি সংস্থাগুলির এই প্রস্তাবের পরই ফুঁসে উঠেছে কর্নাটক আইটি কর্মচারী ইউনিয়ন বা KITU। তাদের কথায় বর্তমানে আইটি কোম্পানিগুলি এখন ৩ শিফটে কাজ চলে। কিন্তু এভাবে যদি কাজের সময় বাড়ানো হয়, তাহলে সংস্থাগুলিতে শিফটের সংখ্যা কমবে। তখন দুই শিফটে কাজ হবে। ফলত এক-তৃতীয়াংশ কর্মচারী কাজ হারাবেন।
“আরও এক ডিভোর্স….”, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার হতে চলেছে বিচ্ছেদ? জল্পনা উস্কে সামনে এল পোস্ট