‘মালা বদল’এর ঘটকদিদি রূপে জিতেছেন দর্শকমন! অভিনেত্রীর আসল পরিচয় শুনলে চমকে যাবেন!

বাংলা হান্ট ডেস্কঃ জি বাংলার পর্দায় কয়েকদিন আগেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক (Bengali Serial) ‘মালা বদল’। এই সিরিয়ালের নায়ক বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ। ‘কে আপন কে পর’, ‘খেলনা বাড়ি’ খ্যাত বিশ্বরূপ ঘোষকে নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে। অন্যদিকে তাঁর বিপরীতে নেওয়া হয়েছে নবাগতা অভিনেত্রী ঋতু পাইনকে (Ritu Pyne)। সিরিয়ালপ্রেমীদের কাছে তাঁর পরিচয় এখন ‘ঘটকদিদি’ নামেই বেশি।

‘মালা বদল’ সিরিয়ালের (Bengali Serial) নায়িকার আসল পরিচয়!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের কাছে ঋতু নতুন মুখ হলেও, স্টার জলসার দর্শকদের কাছে তিনি খানিক পরিচিত। একসময়কার বেঙ্গল টপার ‘অনুরাগের ছোঁয়া’য় ইরা চরিত্রে প্রথমে এই অভিনেত্রীকেই দেখা গিয়েছিল। তবে সেটা ছিল সাইড রোল। এবার একেবারে নায়িকার ভূমিকায় ধরে দিয়েছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের সম্পর্কে একাধিক অজানা কথা ভাগ করেছেন অভিনেত্রী।

ঋতু বলেন, পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের নায়িকা হতে পেরে তিনি ভীষণ খুশি। বর্তমানে বাংলা টেলিভিশনের পরিচিত মুখ হয়ে উঠলেও তিনি আসলে মেদিনীপুরের মেয়ে। পড়াশোনায় তুখোড় ছিলেন তিনি। ভালো পড়াশোনার জন্য কলেজে গোল্ড মেডেলও পেয়েছিলেন ‘মালা বদল’ নায়িকা।

আরও পড়ুনঃ স্টার জলসা থেকে জি বাংলা! আচমকাই বন্ধ সব বাংলা সিরিয়ালের শ্যুটিং! মাথায় হাত দর্শকদের

পর্দার ‘ঘটকদিদি’ জানান, পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতিও তাঁর বেশ আগ্রহ ছিল। কলকাতায় আসার পর তাঁর সামনে খুলে যায় বিনোদন ইন্ডাস্ট্রির দরজা। প্রথমে একটি বিউটি পেজেন্টে অংশগ্রহণ করেছিলেন ঋতু। এরপর সেখান থেকে অভিনয় জগতে পথচলা শুরু হয় তাঁর।

কেরিয়ারের শুরুতে অডিশনের জন্য মেদিনীপুর থেকে যাতায়াত করতেন ঋতু। তবে বিগত এক বছর ধরে কাজের জন্য কলকাতায় থাকছেন এই টেলি অভিনেত্রী (Bengali Serial)। জানা যাচ্ছে, মেদিনীপুর থেকেই স্কুল এবং কলেজের পড়াশোনা সম্পন্ন করেছেন তিনি। রাজা নরেন্দ্রলাল খান উমেন্স কলেজ, যা গোপ কলেজ নামেও পরিচিত, সেখান থেকে ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রেশন নিয়ে এমএসসি পাশ করেছেন অভিনেত্রী।

Bengali serial Mala Bodol actress Ritu Pyne

পড়াশোনা সম্পন্ন করার পর চাকরিও পেয়েছিলেন ‘মালা বদল’ নায়িকা। তবে চাকরিতে জয়েনিংয়ের দিন থেকেই শ্যুটিং শুরু হওয়ায় তিনি চাকরি করতে পারেননি। আপাতত নতুন সিরিয়ালের কাজ নিয়েই ব্যস্ত ঋতু। বছরের পর বছর ধরে এই ধারাবাহিক চলুক, এটাই চান অভিনেত্রী।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর