হুশ করে কমলো সোনার দাম! কলকাতায় এক ধাক্কায় কম ৪৬৫০ টাকা, জানুন আজকের রেট

বাংলা হান্ট ডেস্ক: জুলাই মাসের শেষেই সোনা (Gold Price Rate) প্রেমীদের জন্য এসে গেল এক দারুন সুখবর। কারণ উর্দ্ধমুখী সোনার দাম থেকে এবার ক্ষণিকের জন্য হলেও মিলছে স্বস্তি।রিপোর্ট বলছে, জিএসটি এবং টিসিএস বাদে কলকাতায় (Kolkata) ২৪ ক্যারেট পাকা সোনার (Gold Price Rate) বাটের দাম প্রতি গ্রামে ৬৯০৫ টাকা। প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা (Gold Price Rate) বাটের দাম আজ ৬৯০৫০ টাকা।

কলকাতায় সোনার দাম (Gold Price Rate) কত?

এছাড়া জিএসটি এবং টিসিএস চার্জ বাদে আজ কলকাতায় ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার দাম ধরা হয়েছে প্রতি গ্রামে ৬৯৪০ টাকা। অর্থাৎ আজকের দিনে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম পড়ছে  ৬৯৪০০ টাকা। রিপোর্ট বলছে গত সোমবারের তুলনায় আজ কলকাতার দোকানগুলিতে খুচরো পাকা সোনা ও সোনার বাটের দাম ১০ গ্রামে ৪৮৫০ টাকা কম।

   

প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা বাটের দাম আজ ৬৯০৫০ টাকা। অপরদিকে জিএসটি এবং টিসিএস বাদে আজ কলকাতায় ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার দাম প্রতি গ্রামে ৬৯৪০ টাকা। প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম আজ ৬৯৪০০ টাকা। গতকালকের তুলনায় আজ সোনার দাম অপরিবর্তিত। তবে গত সোমবারের তুলনায় আজ কলকাতার দোকানগুলিতে খুচরো পাকা সোনা ও সোনার বাটের দাম ১০ গ্রামে ৪৮৫০ টাকা কম।

আরও পড়ুন: ১২ বছরে নেননি সন্তান,স্বামীর ওপর খবরদারি, বউয়ের ধূমপান-মদ্যপানে বিরক্ত অভিনেতা ঋষি কৌশিক

প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা বাটের দাম আজ ৬৯০৫০ টাকা। অপরদিকে জিএসটি এবং টিসিএস বাদে আজ কলকাতায় ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার দাম প্রতি গ্রামে ৬৯৪০ টাকা। প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম আজ ৬৯৪০০ টাকা। গতকালকের তুলনায় আজ সোনার দাম অপরিবর্তিত। তবে গত সোমবারের তুলনায় আজ কলকাতার দোকানগুলিতে খুচরো পাকা সোনা ও সোনার বাটের দাম ১০ গ্রামে ৪৮৫০ টাকা কম।

Gold

তবে আজ কলকাতায় জিএসটি এবং টিসিএস বাদে ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম প্রতি গ্রামে ৬৫৯৫ টাকা। একইভাবে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম আজ ৬৫৯৫০ টাকা। তবে গত সপ্তাহের তুলনায় আজ দোকানগুলিতে ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম ১০ গ্রামে ৪৬৫০ টাকা কম রয়েছে। যদিও গতকালের তুলনায় সোনার দাম আজ অপরিবর্তিত রয়েছে। তবে গত পরশু কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম ছিল ৬৫৪৫০ টাকা। ওই একইদিনে  ১ গ্রাম ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম ছিল ৬৫৪৫ টাকা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর