বাংলাহান্ট ডেস্ক : সর্বশ্রেষ্ঠ পণ্ডিত আচার্য চাণক্য (Chanakya)। তিনি কৌটিল্য এবং বিষ্ণু গুপ্ত নামে। শুধুমাত্র আচার্য নন, চাণক্য (Chanakya) ছিলেন একজন শিক্ষক, দার্শনিক এবং অর্থনীতিবিদ। নিজের জীবদ্দশায় অনেক নীতি রচনা করে গিয়েছিলেন আচার্য চাণক্য (Chanakya)।
চাণক্য নীতিতে (Chanakya Niti) পূর্ব জন্মের কাজের ফল
একজন মানুষ কিভাবে আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবেন তার সমস্ত কিছুই তুলে ধরেছেন নীতিশাস্ত্রে (Chanakya Niti)। পূর্ব জন্মে কোন ব্যক্তি যদি কিছু ভালো কাজ করে থাকেন, তাহলে সেই জন্মের ভালো কাজের ফল তিনি পরবর্তী জন্মে ভোগ করেন। এ কথার উল্লেখ করেছেন আচার্য চাণক্য (Chanakya)। পূর্বজন্মে ভালো কাজের ফল কিভাবে পাওয়া যায় সেই সম্পর্কে অনেকের কোন অভিজ্ঞতা নেই।
আরোও পড়ুন : এবার ওয়েব সিরিজ তৈরির উদ্যোগ RBI-র! হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? সামনে এল কারণ
আসুন জেনে নিই, কিভাবে আপনি আপনার পূর্ব জন্মের ভালো কাজের ফল ইহ জন্মে ভোগ করছেন।আচার্য চাণক্যের (Chanakya) মতে, আপনি যদি ইহ জন্মে একজন ভালো জীবনসঙ্গী পেয়ে থাকেন তাহলে জানবেন, আপনি আগের জীবনে কিছু ভালো কাজ করেছিলেন।আচার্য চাণক্য বলেছেন, পূর্ব জন্মে যদি সৎ কার্য করে থাকেন তাহলে, অবশ্যই ইহ জন্মে দান ধ্যান করার সুবর্ন সুযোগ পাবেন আপনি।
চাণক্য নীতি (Chanakya Niti) অনুসারে, এই জীবনে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হন কিংবা আর্থিকভাবে স্থিতিশীল হন, তাহলে সেটাও আপনার আগের জীবনের পুণ্যের ফল। ইহ জীবনে যদি আপনি একটি ভালো পরিবারের জন্মগ্রহণ করে থাকেন, তাহলে জানবেন পূর্ববর্তী জীবনে আপনি নিশ্চয়ই কিছু ভালো কাজ করেছিলেন বলেই, একটি ভালো পরিবারে আপনি রয়েছেন।